নানা পাটেকর, এক কথায় বলতে গেলে বলিউডের এই দাপুটে অভিনেতার জীবনে জড়িয়ে থাকা একাধিক প্রশ্নের উত্তর আজও ভক্তরা খুঁজে ফেরে, তার মধ্যে অন্যতম হল, বলিউডে এই সম্মান, এই প্রতিপত্তি থাকা সত্ত্বেও এই সুপারস্টার কেন এক ছাপসা জীবনই বেছে নিয়েছেন, এর পেছনে থাকা রহস্যটা ঠিক কী, জন্মদিনে এবার রইল সেই রহস্যেরই গোপন তথ্য।
৭১ বছরের এই সুপারস্টারের জন্ম হয় ১৯৫১ সালে, মহারাষ্ট্রে (Maharastra), ১৯৭৮ সালে বলিউডে (Bollywood) তিনি (Nana Patekar) প্রথম পা রাখেন, ছবির নাম গমণ, এরপর দীর্ঘ জার্নি, প্রতিটা পদে পদে তাঁর সঙ্গে জড়িয়ে থাকা একাধিক ওঠাপড়ার কাহিনি তাঁকে সব ক্ষেত্রের বেশ কিছুটা আলাদা করে রেখেছে।
210
নানা পাটেকর কখনই চাননি যে তিনি অভিনেতা হবেন, তিনি নিজেই জাননিয়েচিলেন যে, নেশা বা ইচ্ছে থেকে অভিনেতা হয়ে ওঠা নয়, বরং, তিনি অভিনেতা হয়ে উঠেছিলেন প্রয়োজনের তাগিদে। আর ঠিক সেই কারণেই তিনি আজও সাধারণের মতই জীবন যাপন করে থাকেন।
310
তাঁর নিজের একটি ফার্ম হাউস রয়েছে, যা মোটের ওপর ২৫ একর জমি নিয়ে তৈরি। পুনোর খাদাকওয়াসলাতে এই ফার্ম হাউস অবস্থিত। যখনই তিনি বিশ্রামের জন্য খানিক সময় করে নেন, তখনই তিনি এই ফার্ম হাউসে পৌঁছে যান। এই স্থানে একটি ছবির শ্যুটিং-ও হয়েছিল। ছবির নাম এক, ২০০৮ সালে।
410
তিনি এই ফার্ম হাউসে চাষের কাজও করে থাকেন, যব, গম এখানে উৎপন্ন হয়, তাঁর ফার্ম হাউসে রয়েছে সাতটি ঘর, যার মধ্যে একটি বড় হলঘর, টেরাকোটার কাজ করা, কাঠের তৈরি, নিজের পছন্দে এই ফার্ম হাউস সাজিয়েছেন তিনি।
510
খুব সাধারণ প্রয়োজন ও কিছু সখরে জিনিস দিয়ে এই ফার্ম হাউস সাজিয়ে তুলেছেন নানা পাটেকর। এখানে রয়েছে প্রচুর গাছ, রয়েছে প্রছুর গরুও, চারিদিকটা এক কথায় বলতে গেলে এক সাধারণ মধ্য়বৃত্তের ছাঁচে সাজানো।
610
একটি সাধারণ ছোট ফ্লাটে থাকেন তিনি মুম্বই শহরে। যা আন্ধেরিতে অবস্থিত, ১ বিএইচকে এই ফ্লাটের দাম ৭ কোটি টাকা। এটি ৭৫০ স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি, তবে এই ফ্ল্যাট তিনি কিনেছিলেন মাত্র ১.১ লাখ টাকায়।
710
তবে গাড়ি বেশ পছন্দের নানা পাটেকরের, তাঁর রয়েছে একটি অডি গড়ি, কিউ সেভেন, যার মূল্য ৮১ লাখ টাকা। এছাড়াও তাঁর রয়েছে একটি স্করপিও যার দাম ১০ লাক টাকা, ও রয়েল এনফিল্ড ক্লাসিক, যার দাম ১.৫ লাক টাকা।
810
নানা পাটেকর একজন বড় মাপের স্কেচ আর্টিস্ট, তিনি কেরিয়ারের শুরুতে মুম্বই পুলিশকে নানাভাবে সাহায্য করতেন। বিভিন্ন কেসে বড় বড় দোষীদের ধরতে তিনি তিনি স্কেচ বানিয়ে দিতেন, এখানেই শেষ নয়, তিনি এক সময় রাস্টায় জেব্রা ক্রসিং আঁকতেন।
910
নানা পাটেকরের বিবাহিত জীবন সম্পর্কে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই, তিনি বিবাহিত, কিন্তু তিনি তাঁর স্ত্রির সঙ্গে থাকেন না, তবে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেন হয়নি। নীলকান্তি তাঁর স্ত্রী এখন তাঁর সন্তানের সঙ্গেই থাকেন।
1010
তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন স্কুল জীবন থেকেই, এরপর তিনি বিজ্ঞাপন সংস্থীর সঙ্গে যুক্ত হন, সমিতা পাতিলের সঙ্গে যোগাযোগ থাকার জন্য তাঁর বলিউডে কাজের সুযোগ মেলে, তাঁরা ছিলেন পূর্ব পরিচিত, সেকান তেকেই শুরু পথ চলা।