এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কপুর। সম্প্রতি একটি চ্যাট-শোতে তাঁকে তাঁর ১০ শ্রেণীর বোর্ড-এক্সামের মার্কস জিজ্ঞেস করা হলে রণবীর কি উত্তর দেয় জানেন? অপর দিকে কলেজের গণ্ডি পেরোতে পারেননি আলিয়া, জেনে নিন বি- টাউনের জনপ্রিয় সেলেব-দম্পতির কওালিফিকেশন
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ডলি সিং এর হিউমরস চ্যাট-শো 'রাজু কি মাম্মি'-তে এসেছিলেন রণবীর কপুর। তখন তাঁকে তাঁর ১০ শ্রেণীর বোর্ড-এক্সামে কত মার্কস পেয়েছিলেন জিগেস করা হয়, আর তার উত্তরে র্নবীরজ জানান, তিনি ৫৩.৪% পেয়েছিলেন। তাঁর গোটা কপূর খানদানে একমাত্র ছেলে তিনি যে ক্লাস ১০-এর বোর্ড এক্সাম উতরেছিলেন। তাই খুশিতে ডগমগ হয়ে পরিবারের সবাই সেদিন টি ধুমধাম করে পার্টি করে সেলিব্রেট করেছিলেন।
24
রণবীর বলেন,' যখন আমার রেসাল্ট আসে, 'আমার পরিবার এত খুশি ছিল যে তারা পার্টি করেছিল, আমার পরিবারে আমি প্রথম ছেলে যে ক্লাস টেনের বোর্ড-এক্সামে পাস করেছিল।'
34
রণবীর তাঁর আসন্ন ছবি শামসেরার কোস্টার বাণী কপূরের বিষয়ে বলেন,' শ্যুটিং-এর সময় থেকেই আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি, এই ছবি তে বাণীর অভিনয় নজরকাড়ার মত, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি দর্শক তাঁর এই অসাধারণ অভিনয় দেখে কি প্রতিক্রিয়া জানায়,ছবিতে বাণীর চরিত্রের তাৎপর্য বুঝতে হলে ছবিটি দেখতেই হবে।'
44
অপর দিকে আলিয়া ভাট এর রেজাল্টের বিষয় বলতে গেলে, সূত্র অনুযায়ী আলিয়া ক্লাস টেন খুব একটা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারেননি এমনকি ১২ ক্লাস কমপ্লিটও করতে পারেননি, কারন তার আগেই তিনি অভিনয়ে নামেন। এমনকি তিনি কলেজ ছেড়ে দিয়েছিলেন অভিনয়ের জন্য, হয়তো তিনি ঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন সেদিন, তাই আজ বলিউডের অন্যতম জনপ্রিয় প্রতিভাবান অভিনেত্রী তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।