বলি অভিনেত্রী কৃতি শ্যানন ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। বলি নায়িকাদের ব্রাইডাল লুক দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। এবার ভাইরাল হলেন সকলের প্রিয় মিমি।
29
নববধূর সাজে রাতারাতি সকলকে চমকে দিলেন কৃতি শ্যানন। লাল লেহেঙ্গা, নাকে নথ, কপালে চন্দন, মাথায় টিকলি পরে নববধূর সাজে কৃতিকে দেখে মুগ্ধ নেটিজেনরা।
39
নিজের সোশ্যাল মিডিয়ায় নববধূর লুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নতুন কনে। ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার ডিজাইন করা লাল লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছেন কৃতি।
49
নিজের সোশ্যাল মিডিয়ায় নববধূর লুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নতুন কনে। ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার ডিজাইন করা লাল লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছেন কৃতি।
59
ডিজাইনার মণীশ মলহোত্রার নতুন ব্রাইডাল কালেকশনের মুখ হলেন কৃতি শ্যানন। এবং ব্রাইডাল ফোটোশ্যুটের জন্য নববধূর সাজে নিজেকে উজার করে দিয়েছেন নায়িকা।
69
জারদৌসি কাজের লেহেঙ্গায় আধুনিকতার ছাপ, কনের সাজে কৃতিকে দেখেই চমকে গেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে নিমেষে।
79
মিমির এই লুকের প্রশংসা করেছেন নেটিজেনরা তথা বলি তারকারা। ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া। অনেকে আবার রিয়েল লাইফে কনের সাজে দেখার আবেদন জানিয়েছেন।
89
আপকামিং ছবি 'মিমি'র জন্যই নিজেকে একেবারে অন্যভাবে প্রস্তুত করেছেন কৃতি শ্যানন। রোগা থেকে মোটা চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয় তারকাদের। কৃতিও তেমনটাই করেছিলেন। ছবির জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন নায়িকা।