কয়েকদিন আগেই সামনে এসেছিল এই খবর। ক্যাটরিনা কাইফের (katrina Kaif) বিয়ে বলে কথা, আর সেই প্রসঙ্গে সলমনের (salman Khan) কথা উঠবে না, তা কি হয়! বোধ হয় নয়। আর ঠিক সেই কারণেই ক্যাটরিনার বিয়ের নিমন্ত্রিত অতিথির সম্ভাব্য তালিকায় প্রকাশ্যে আসতেই উঠল নয়া জল্পনা, সলমন খান নাও আসতে পারেন এই বিয়েতে! কেন গুঞ্জণ তুঙ্গে।