রইস ছবির জন্য পছ্নদ করা হয়েছিল পাকিস্তনি অভিনেত্রী মাহিরা খানকে। তবে প্রথমে বিষয়টা ঠিক এমন ছিল না। কীভাবে এই ছবির প্রস্তাব এলো তাঁর হাতে, এবং তা শোনার পর বাড়ির সকলের ঠিক কী প্রতিক্রিয়া ছিল, জানালেন মাহিরা...
ছোট থেকেই সব মানুষ কিছু না কিছু স্বপ্ন নিয়ে বড় হয়। মাহিরার ছিল একটাই স্বপ্ন।
29
শাহরুখ খানের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন তিনি। তা বলে যে একদিন সত্যি হয়ে যাবে, তা মাহিরা বুঝতেও পারেননি।
39
ভারতে এসেছিলেন একটি ছবির প্রমোশনের কাজে। তখনই তার কাছে বেশি কিছু ফোন আসে, সঙ্গে একটা মেসেজ।
49
তা দেখে তিনি স্থির করেন একবার কথা বলবেন। ভারতে ছিলেন যেহেতু, তাই ছবি নিয়ে কথা বলেন তিনি।
59
এরপর এসে অজিশনের কথা। তখন মাহিরা জানান, তিনি সকাল সকাল দেবেন, কারণ তাঁকে ফিরে যেতে হবে করাচি।
69
তাই হয়, এবং কয়েকদিনের মধ্যেই মাহিরার কাছে ফোন যায় যে তিনি ছবিটা পাচ্ছেন। আর বিপরীতে থাকছেন শাহরুখ খান।
79
কিছুক্ষণের জন্য কিছু বুঝতেই পারেননি মাহিরা কি বলবেন, তারপর নিজেকে স্থিত করতে, তিনি চেয়ে পাঠান একটি স্ক্রিপ্ট। আরপরই শুরু হয় রেইস-এর কাজ।
89
এই খবর জানানোর পরই বাড়িতে তাঁক মা কেঁদে ফেলেছিলেন। উত্তরে একটাই কথা বলেছিলেন, তুমি মিথ্যে বলছো, এটা হতে পারে না।
99
এক সাক্ষাৎকারে এসে মাহিরা এই নিয়ে কথা বলেন মাহিরা। তার কথায়, সব স্টারদের থেকে বেশি মনোযগ দিয়ে করাজ করে থাকেন শাহরুখ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।