শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব এসেছে, শোনা মাত্রই কেন কেঁদে উঠেছিলেন পাকিস্তানী অভিনেত্রীর মাহিরার মা

রইস ছবির জন্য পছ্নদ করা হয়েছিল পাকিস্তনি অভিনেত্রী মাহিরা খানকে। তবে প্রথমে বিষয়টা ঠিক এমন ছিল না। কীভাবে এই ছবির প্রস্তাব এলো তাঁর হাতে, এবং তা শোনার পর বাড়ির সকলের ঠিক কী প্রতিক্রিয়া ছিল, জানালেন মাহিরা...

Jayita Chandra | Published : Mar 23, 2021 3:08 PM
19
শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব এসেছে, শোনা মাত্রই কেন কেঁদে উঠেছিলেন পাকিস্তানী অভিনেত্রীর মাহিরার মা

ছোট থেকেই সব মানুষ কিছু না কিছু স্বপ্ন নিয়ে বড় হয়। মাহিরার ছিল একটাই স্বপ্ন। 

 

29

শাহরুখ খানের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন তিনি। তা বলে যে একদিন সত্যি হয়ে যাবে, তা মাহিরা বুঝতেও পারেননি। 

39

ভারতে এসেছিলেন একটি ছবির প্রমোশনের কাজে। তখনই তার কাছে বেশি কিছু ফোন আসে, সঙ্গে একটা মেসেজ। 

49

তা দেখে তিনি স্থির করেন একবার কথা বলবেন। ভারতে ছিলেন যেহেতু, তাই ছবি নিয়ে কথা বলেন তিনি। 

59

এরপর এসে অজিশনের কথা। তখন মাহিরা জানান, তিনি সকাল সকাল দেবেন, কারণ তাঁকে ফিরে যেতে হবে করাচি। 

69

তাই হয়, এবং কয়েকদিনের মধ্যেই মাহিরার কাছে ফোন যায় যে তিনি ছবিটা পাচ্ছেন। আর বিপরীতে থাকছেন শাহরুখ খান।

79

কিছুক্ষণের জন্য কিছু বুঝতেই পারেননি মাহিরা কি বলবেন, তারপর নিজেকে স্থিত করতে, তিনি চেয়ে পাঠান একটি স্ক্রিপ্ট। আরপরই শুরু হয় রেইস-এর কাজ।  

89

এই খবর জানানোর পরই বাড়িতে তাঁক মা কেঁদে ফেলেছিলেন। উত্তরে একটাই কথা বলেছিলেন, তুমি মিথ্যে বলছো, এটা হতে পারে না। 

99

এক সাক্ষাৎকারে এসে মাহিরা এই নিয়ে কথা বলেন মাহিরা। তার কথায়, সব স্টারদের থেকে বেশি মনোযগ দিয়ে করাজ করে থাকেন শাহরুখ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos