সিদ্ধার্থ পিঠানি, এই ব্যক্তির নাম মৃত্যুরক্ষণ থেকেই উঠে আসে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের শিরোনামে। কারণ একটাই, তিনিই হলেন সেই ব্যক্তি যিনি প্রথম খবর দেন সুশান্ত আর নেই, তিনিই হলেন সেই ব্যক্তি যিনি ২০ মিনিট পর সুশান্তের দিদিকে দিয়েছিলেন খবর, এবং তিনিই নাকি নিত্য দিতেন ওষুধ।