উপছে পড়ছে সুডৌল বক্ষযুগল, যৌবন ধরে রাখতেই নাকি সার্জারি, ছুরি-কাঁচির সাফ জবাব দিলেন মিনিশা

Published : Jun 24, 2021, 11:49 AM IST

বলিউডে পা রাখা মাত্রই তার শান্ত-স্নিগ্ধ হাসিমুখ নজর কাড়তে খুব বেশি সময় নেয়নি। রূপোলি পর্দার টপমোস্টদের মধ্যে পাশের বাড়ির ইমেজওয়ালা মেয়েটির রূপে মজেছিল তামাম দর্শক। মিনিশা লাম্বা, বলিউডের মিষ্টি মেয়েটির বয়স বাড়লেও তা যেন চোখেমুখে  ফুটে ওঠেনি। তারপর থেকে গুঞ্জনে শোনা যাচ্ছিল, নিজের যৌবন ধরে রাখতেই নাকি সার্জারি করিয়েছেন বচনা এ হাসিনো অভিনেত্রী। আবারও একই প্রশ্নের মুখোমুখি মিনিশা। তবে এবার আর একমুহূর্ত চুপ নয়। বরং ছুরি-কাঁচি নিয়ে সপাট জবাব দিয়েছেন বলি নায়িকা।  

PREV
18
উপছে পড়ছে সুডৌল বক্ষযুগল, যৌবন ধরে রাখতেই নাকি সার্জারি, ছুরি-কাঁচির সাফ জবাব দিলেন মিনিশা

২০০৫ সালে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল মিনিশা লাম্বার। বিজ্ঞাপন দিয়েই নজর কেড়েছিলেন অভিনেত্রী। তারপর মডেলিং করতে করতেই অভিনয়ে সুযোগ পান অভিনেত্রী।

28

বলিউডে খুব বেশি ছবিতে অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন অভিনেত্রী।

38


বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে প্রমাণ দিচ্ছেন মিনিশা। নিজের যৌবন ধরে রাখতেই নাকি সার্জারি করিয়েছেন বচনা এ হাসিনো অভিনেত্রী।

48

 আবারও একই প্রশ্নের মুখোমুখি মিনিশা। তবে এবার আর একমুহূর্ত চুপ নয়। বরং ছুরি-কাঁচি নিয়ে সপাট জবাব দিয়েছেন বলি নায়িকা।

58

মিনিশা জানিয়েছেন, নিজের যৌবন ধরে রাখতে ছুরি-কাঁচির সাহায্য়, এটা নিছকই গুঞ্জন। পুরো বিষষটাই প্রচন্ড হাস্যকর।

68

অভিনেত্রী সাফ জানিয়েছেন, তিনি কোনওরকম ভাবেই কোনও অস্ত্রোপচার করেননি। তবে এই গুঞ্জন শুনতে শুনতে তিনি অভ্যস্ত হয়ে উঠেছেন।
 

78

অভিনেত্রী সাফ জানিয়েছেন, তিনি কোনওরকম ভাবেই কোনও অস্ত্রোপচার করেননি। তবে এই গুঞ্জন শুনতে শুনতে তিনি অভ্যস্ত হয়ে উঠেছেন।

88


দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন মিনিশা। সঞ্জয় দত্তের 'ভূমি' ছবি দিয়েই বলিউডে নতুন ইনিংস শুরু করতে চলেছেন নায়িকা। 

click me!

Recommended Stories