'বউমা কবে ঘরে আসছে?' রণবীর- আলিয়ার বিয়ে নিয়ে এ কেমন প্রতিক্রিয়া দিলেন নীতু কাপুর

চলতি বছরের শুরু থেকেই বিয়ের রেশ যেন থামছেই না। একের পর এক তারকা জুটি  বিয়ে করছেন। অন্যদিকে বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের খবর শোনা যাচ্ছে। হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি বসতে চলেছে খুব শীঘ্রই। বলিউড কাপলদের মধ্যে সর্বদাই নজর কাড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে চলতি বছরের এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই খবর প্রকাশ্যে আসতেই জোর জলঘোলা শুরু হয়েছে নেটদুনিয়ায়। এককথায় বলতে গেলে, রণবীর আলিয়ার বিয়ে এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সংবাদমাধ্যমের।  পাপারাৎজিদের মুখে এখন একটাই কথা, কবে বিয়ের  পিঁড়িতে বসছেন তারা। তবে শুধু  তারকা জুটি নয়, পরিবারের সদস্যরাও ছাড় পাচ্ছেন না। সম্প্রতি নীতু কাপুরকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নের উত্তরে নীতু কাপুর যা প্রতিক্রিয়া দিয়েছেন, তা নেটদুনিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে।
 

Riya Das | Published : Apr 1, 2022 9:48 AM IST
110
'বউমা কবে ঘরে আসছে?' রণবীর- আলিয়ার বিয়ে নিয়ে এ কেমন প্রতিক্রিয়া দিলেন নীতু কাপুর

বলিউডে বিয়ের সানাই। বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত (Ranbir kapoor) রণবীর কাপুর ও আলিয়া ভাট ( Alia Bhatt)। গত এক বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর ডেট ক্রমশ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনও ডেটেই পাকাপাকিভাবে চারহাত এক হয়নি। 
 

210

সূত্র থেকে জানা গেছে, হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি শীঘ্রই বসতে চলেছে। বিয়ের ভেন্যু থেকে তারিখ সবটাই রেডি। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল মাসেই সাত পাকে বাঁধা পড়বেন রালিয়া জুটি  ( Alia Bhatt)। 

310

এককথায় বলতে গেলে, (Ranbir kapoor)  রণবীর আলিয়ার ( Alia Bhatt) বিয়ে এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সংবাদমাধ্যমের। পাপারাৎজিদের মুখে এখন একটাই কথা, কবে বিয়ের  পিঁড়িতে বসছেন তারা। তবে শুধু  তারকা জুটি নয়, পরিবারের সদস্যরাও ছাড় পাচ্ছেন না।

410

সম্প্রতি এক প্রমোশ্যনাল ইভেন্টে যোগ দিয়েছিলেন নীতু কাপুর (Neetu Kapoor)। ভ্যানিটি ভ্যান থেকে  স্টুডিওতে ঢোকার আগেই পাপারাৎজিরা ঘিরে ধরেন নীতু কাপুরকে।  নীতু কাপুরকে রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নের উত্তরে নীতু কাপুর যা প্রতিক্রিয়া দিয়েছেন, তা নেটদুনিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে।
 

510

ছেলে রণবীরের  (Ranbir kapoor) বিয়ে নিয়ে এক সাংবাদিক নীতুকে (Neetu Kapoor) প্রশ্ন করেন, 'ম্যাডামজি, বউমা কবে ঘরে আসছে?' এই প্রশ্ন শুনেই ভ্যাবাচ্যাকা খেয়ে যান ঋষি ঘরনি। পরে বিষয়টা বুঝতে পেরে হেসে ওঠেন। এবং চোখ এবং ভ্রু উপরের দিকে  উঠিয়ে বুঝিয়ে  দেন সবটাই ভগবানের হাতে রয়েছে। ছেলের বিয়ে নিয়ে  নীতু কাপুরের এই প্রতিক্রিয়া ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
 

610

বেশ কিছুদিন লুকিয়ে প্রেম করার পর ২০২১ সালে  দিওয়লির পর নিজেদের সম্পর্কের কথা ফাঁস করেন রণবীর কাপুর (Ranbir kapoor) ও আলিয়া ভাট ( Alia Bhatt)। দুজনের বয়সের ফারাক প্রায় ১১ বছর।   তবে বিয়ের জল্পনা শোনা গেলেও ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসছেন তা জানা যাচ্ছে না। 

710

সম্প্রতি যে খবর প্রকাশ্যে এসেছে তা শুনে সকলেই খুশি হয়েছেন। এবার শুধু দিন গোনার পালা। ইতিমধ্যেই রণবীর ও আলিয়ার বিয়ের গোপন খবর নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। রণবীর (Ranbir kapoor)-আলিয়ার  (Alia Bhatt)বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া।

810

এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া। বিবাহের জন্যও একটি পাঁচতারা বিলাসবহুল রিসর্টও ভাড়া করা হয়েছে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, (Ranbir kapoor) রণবীর ও আলিয়ার (Alia Bhatt)  বিয়ের জন্য হাইপ্রোফাইল ফোটাগ্রাফার ভাড়া করা হয়েছে। 

910

রণবীর (Ranbir kapoor) ও আলিয়ার ( Alia Bhatt) বিয়ের খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে।  সকলেই অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে। শোনা যাচ্ছে সিমলাতেই ২১ ও ২২ তারিখ হাই প্রোফাইল বিয়ের আসর বসতে চলেছে। আপতত রণবীর- আলিয়ার চারহাত এক হওয়ার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

1010

আলিয়া ভাট  ( Alia Bhatt) আরও জানিয়েছেন, বর্তমানে তিনি খুবই সুখী রয়েছেন এবং তার প্রেমের জীবনও দুর্দান্ত। তবে বিয়ের প্রশ্নে তিতিবিরক্ত হয়ে আলিয়া জানিয়েছেন, আমার বিয়ে নিয়ে কারোর এতটা মাথাব্যথা হওয়া উচিত নয়। দ্বিতীয়ত, যদি সত্যি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলব আমি রিলেশনশিপে খুবই শান্তিতে আছি। তাই এই বিষয়টা দয়া করে ছেড়ে দিন। যখন বিয়ে হবে তখন জানতেই পারবেন। এখনই এটা নিয়ে কিছু বলতে চাই না।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos