মা-ছেলের আদুরে ছবি ভাইরাল নেটদুনিয়ায়, লিটল প্রিন্সের হাফ বার্থ ডে সেলিব্রেশন নেহার

রবিবার স্টার কিড গুরিকের ৬ মাস পূর্তি উপলক্ষ্যে অভিনেত্রী ও সঞ্চালক নেহা ধুপিয়া নিজের টুইটার হ্যান্ডেলে মা-ছেলের আদরমাখা মুহুর্তের ছবি শেয়ার করেছেন। ছেলেকে আগলে মায়ের ভালবাসার এক কোমল ছোঁয়া রয়েছে নেহার টুইটার পোস্টে। 

Kasturi Kundu | Published : Apr 4, 2022 2:26 PM
18
মা-ছেলের আদুরে ছবি ভাইরাল নেটদুনিয়ায়, লিটল প্রিন্সের হাফ বার্থ ডে সেলিব্রেশন নেহার

২০২১ সালের ৩ অক্টোবর তাঁদের বিবাহিত জীবনে এসেছে ছোট্ট অতিথি। হ্যাঁ, নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জীবনকে পরিপূর্ণরুপ দিয়েছে লিটল প্রিন্স গুরিক বেদী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছোট্ট গুরিক ধুপিয়া বেদী। 
 

28

 স্টারকিডদের বিবইন্ন ছবি বিভিন্ন সময় ভাইরাল হয় নেটদুনিয়ায়। তবে গুরিকের ছবি ভাইরালের নেপথ্যে রয়েছে বিশেষ কারন। রবিবার ৬ মাস পূর্তি উপলক্ষ্যে নেটদুনিয়ায় এখন ঘোরাফেরা করছে নেহা-অঙ্গদের আদুরে গুরিক। 
 

38

রবিবার স্টার কিড গুরিকের ৬ মাস পূর্তি উপলক্ষ্যে অভিনেত্রী ও সঞ্চালক নেহা ধুপিয়া নিজের টুইটার হ্যান্ডেলে মা-ছেলের আদরমাখা মুহুর্তের ছবি শেয়ার করেছেন। ছেলেকে আগলে মায়ের ভালবাসার এক কোমল ছোঁয়া রয়েছে নেহার টুইটার পোস্টে। 

48

নেহা তাঁর টুইটার হ্যান্ডেলে ছবি পোস্টের সঙ্গে নিজের ইন্সটা প্রোফাইলের স্টোরিতেও তাঁদের জীবনের এই বিশেষ মুহুর্ত অর্থাৎ ছেলের হাফ বার্থ ডে-এর বিশেষ দিনের খুশি সকলের সঙ্গে শেয়ার করেছেন মম নেহা। একদিকে যেমন ছোট্ট গুরিকের ছবিতে খুশি হয়েছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা, তেমনই নেহার মাতৃত্বের  এক অনবদ্য ছোঁয়া রয়েছে এই ছবিতে। 
 

58

 ছেলের সঙ্গে হাফ বার্থ ডে-এর শুভক্ষণে যে আদরে-আহ্লাদে জড়ানো ছবি পোস্ট করেছেন তার ব্যকগ্রাাউন্ডে রয়েছে স্পেশাল এফেক্ট। নেহার শ্বশুরমশাই অর্থাৎ অঙ্গদবেদী বাবা বিশান সিং বেদী যিনি ছিলেন একজন ভারতী ক্রিকেট স্টার তাঁর স্টাডিতেই ক্যামেরাবন্দী হয়েছে মা-ছেলের এই স্পেশাল বন্ডিং। 

68

ছেলের হাফ বার্থ ডে বলে কথা...তার জন্য চাই একটা স্পেশাল বার্থ ডে কেকও। ক্রিকেট মহলেই যার বেড়ে ওঠা তার জন্য ক্রিকেট থিমের স্পেশাল বার্থ কেকই পারফেক্ট ম্যাচ। সেই জন্যই ছোট্ট গুরিকের জন্যও এসেছিল এই কেক। ছবির ক্যাপশনে নেহা লিখেছেন, ছেলের হাফ বার্থ ডে আর সেই সঙ্গে তাঁর বাবার আদুরে লেফট হ্যান্ড। 

78

২০১৮ সালের ১০ মে গুরুদুয়রায় কাছের মানুষ ও পরিবার পরিজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে  আবদ্ধ হয়েছিলেন নেহা-অঙ্গদ। এরপর সেই বছরেই ১৮ নভেম্বর তাঁদের জীবনে আসে প্রথম সন্তান লিটল প্রিন্সেস মেহের ধুপিয়া বেদী।  আর ২০২১-এর ৩ অক্টোবর ছোট্ট গুরিক তাঁদের জীবনকে একেবারে পরিপূর্ণ করে তুলেছে। 

88

ছোট্ট গুরিকের সঙ্গে কোনও ছবিতে দেখা যাচ্ছে তাঁকে সোহাগ করছেন নেহা। আবার অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দুচোখ বন্ধ করে লিটল প্রিন্সের সঙ্গে মজা করছেন মম নেহা। কোথাও আবার নিজের সন্তানকে জড়িয়ে আদরকে করে চুমু খেতেও দেখা যাচ্ছে অঙ্গদ ঘরণীকে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos