নেহা তাঁর টুইটার হ্যান্ডেলে ছবি পোস্টের সঙ্গে নিজের ইন্সটা প্রোফাইলের স্টোরিতেও তাঁদের জীবনের এই বিশেষ মুহুর্ত অর্থাৎ ছেলের হাফ বার্থ ডে-এর বিশেষ দিনের খুশি সকলের সঙ্গে শেয়ার করেছেন মম নেহা। একদিকে যেমন ছোট্ট গুরিকের ছবিতে খুশি হয়েছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা, তেমনই নেহার মাতৃত্বের এক অনবদ্য ছোঁয়া রয়েছে এই ছবিতে।