'সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল তুলে ধরা হবে আদিপুরুষ-এ', বেফাঁস মন্তব্য করে বিপাকে সইফ আলি খান

বড়পর্দায় এবার রামায়ণ। সুপারহিট ছবি তানাজির পরিচালক ওম রাউত-এর সঙ্গে আপকামিং ছবি 'আদিপুরুষ' -এ  জুটি বেধেঁছেন রাম-সীতা-রাবণ অর্থাৎ বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস, কৃতি, সইফরা। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চললেও বেফাঁস মন্তব্যের জেরে ফের বিপাকে অভিনেতা। নিজের চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়েই নেটিজেনদের চটিয়েছেন পতৌদির ছোটে নবাব সইফ আলি খান।

Riya Das | Published : Dec 5, 2020 1:55 PM IST / Updated: Dec 05 2020, 07:29 PM IST
111
'সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল তুলে ধরা হবে আদিপুরুষ-এ', বেফাঁস মন্তব্য করে বিপাকে সইফ আলি খান

 রামায়ণ এবার বড়পর্দায়। বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস মানেই পর্দায় যেন টানটান উত্তেজনা তৈরি হয়ে যায়। ফের নয়া চমক নিয়ে হাজির প্রভাস।

211

আপকামিং ছবি 'আদিপুরুষ' -এ রামের চরিত্রে প্রভাস,  সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে  দেখা যাবে সইফ আলি খানকে।

311

সবকিছু ঠিক থাকলেও বেফাঁস মন্তব্যের জেরে ফের বিপাকে অভিনেতা সইফ আলি খান। 

411


সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, রাবণের মানবিক দিক, এবং সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল তা দেখানো হবে।

511

নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সইফ জানিয়েছেন, রাবণের মানবিক দিকগুলো এই ছবিতে তুলে ধরা হবে। 

611

বোন শূর্পণখার নাক কাটার পর সীতাহরণ ও রাম-রাবণের যুদ্ধ কতটা ন্যায়সঙ্গত ছিল, তা দর্শকদের সামনে আনা হবে।

711

সইফ আলি খানের  এই বেফাঁস মন্তব্যের জেরেই বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। এমনকী ছবি থেকে সইফকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

811

টুইটারে সইফের নামের পাশে ওয়েক আপ ওম রাউত হ্যাশট্যাগও ট্রেন্ডিং হয়েছে।

911

অনেকেই আবার জানিয়েছেন, তিনি এই চরিত্রে মানানসই নন। কেউ কেউ আবার পুরোনো মন্তব্যকে টেনেও  কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিনেতাকে।

1011


এর আগেও সইফ জানিয়েছিলেন, যে মুঘলদের আগে ভারতবর্ষের কোনও অস্তিত্ব ছিল না।

1111

নিজের ছেলে তৈমুরের নাম এক অত্যাচারী শাসকের নামেই রেখেছেন সইফ। ফের পুরোনো মন্তব্যের জেরে সইফরে বিরোধিতা বাড়ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos