১৮ জুলাই প্রিয়াঙ্কার মা হওয়ার পর প্রথম জন্মদিন ছিল। অভিনেত্রী এবং তাঁর স্বামী সারোগেসির মাধ্যমে তাঁদের প্রথম কন্যা সন্তানকে পেয়েছেন। মালতির আগমনের খবর সোশ্যালমিডিয়ায় শেয়ার করতে শুভেচ্ছা বন্যা বয়ে যায়। প্রিয়াঙ্কাকে ওয়েবসিরিজ 'সিটাডেল'-এ দেখা যাবে এছাড়াও হলিউড মুভি 'এন্ডিং থিংস', 'ইটস অল কামিং ব্যাক টু মি', বলিউড মুভি 'জিলে জারা'-তে দেখা যাবে।