Bold Nora Fatehi: নোরার আইটেম ডান্স মানেই বাজিমাত, পুষ্পা থেকেও আসে ডাক

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রেক্ষাগৃহ, পুষ্পা ছবির ঝড়ে কাবু সকলেই। সাউথের সদ্য প্রকাশিত ছবি, যা করোনার মাঝেও বেশ কিছুটা আয় করে ভরিয়ে তুলল বক্স অফিস। দক্ষিণী দুনিয়ার ছবির দাপট বর্তমানে প্যান এশিয়া হিট। একের পর এক বড় ছবি পাইপ লাইনে, আর আর আর, রাধে শ্যাম, তবে একটি ছবি হিট করার পেছনে থাকা সমীকরণগুলোর মধ্যে অন্যতম হল ছবির গান।

Jayita Chandra | Published : Jan 26, 2022 1:07 PM IST
19
Bold Nora Fatehi: নোরার আইটেম ডান্স মানেই বাজিমাত, পুষ্পা থেকেও আসে ডাক

আর পুষ্পা (Pushpa) ছবিতে ছিল সব ধরণের উপাদান যা ছবিকে হিট করতে সাহায্য করে, যার মধ্যে একটি হল আইটেম ডান্স (Item Dance), অন্তভা, এই গানে সামান্থা প্রভু (Samantha Prabhu) নেচে সকলের মন জয় করেছেন, কিন্তু এর জন্যও ডাক পেয়েছিলেন নোরা ফাতেহি (Nora Fatehi)। কিন্তু সেই নাচে জায়গা করে নিয়েছেন সামান্থা প্রভু, কেন জানেন!

29

নোরার এই লুক এক কথায় সকলের খুব পরিচিত। দিলবার দিয়েই নোরার এই হট লুকের প্রত্যাবর্তন। আর তাই সেই ভিডিওই পরিচিতি তৈরি করেছিল তাঁর। বারে বারে সেই লুকে ফিরে এসেন হটস্টার। তবে কেবলই ফোটোশ্যুট নয়, বেলিডান্স থেকে আইটেম গানেই ঝড় তুলছেন নোরা। ইতিমধ্যেই একাধিক গান ভাইরাল নেটদুনিয়ায়।

39

বলিউডে আইটেম ডান্স মানেই এখন নোরা ফাতেহি। তাঁর নাচের মুভ থেকে শুরু করে পর্দায় উপস্থাপনা, এক কথায় নজর কাড়ে সকলের। তবে শুরুটা এতটাও সহজ ছিল না নোরার জন্য। প্রথম থেকেই তিনি পরিবারের কাউকেই পাশে পাননি। পরিবারের সকলেই চাইতেন তিনি সাধারাণ চাকরি করুক।

49

স্পষ্ট হিন্দি বলতে পারতেন না নোরা। তাই একাধিক ছবি থেকে বাদ পড়তে হত তাঁকে। এরপরই আইটেম ডান্সে ঝোঁকেন তিনি। অনেকেই তাঁকে জানিয়েছিলেন যে নাচ দিয়ে কেরিয়ার শুরু করলে অনেকেই মনে করবেন যে তিনি আইটেম ডান্সার। নায়িকা হয়ে ওঠা হবে না।

59

কিন্তু তিনি যে সুযোগ পেয়েছেন তা মুহূর্তে হাতে তুলে নিতেন। অনেকেই মনে করতেন যে তিনি দিলবর গানের মধ্যে দিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। কিন্তু তা বাস্তব নয়। তিনি মনে করেন না করিয়ে গানের মধ্যে দিয়েই তাঁর ভাগ্য ফেরে। এখন নোরা বলিউডের প্রতিষ্টিত ডান্সার ও অভিনেত্রী।

69

তাঁর প্রতিটি নাচেই নতুন কিছু না কিছু দেখার সুযোগ হয় ভক্তদের। নাচের মধ্যে দিয়ে বিশেষ স্পেশাল কিছু তুলে ধরতে অনেকবার আহত হন তিনি। তবুও সেরাটাই সকলকে উপহার দিতে পছন্দ করেন তিনি। তবে তারই জেরে দিন দিন বেড়ে নোরার পারিশ্রমিক। এবার তাই যেন হল কাল। 

79

তাঁর প্রতিটি নাচেই নতুন কিছু না কিছু দেখার সুযোগ হয় ভক্তদের। নাচের মধ্যে দিয়ে বিশেষ স্পেশাল কিছু তুলে ধরতে অনেকবার আহত হন তিনি। তবুও সেরাটাই সকলকে উপহার দিতে পছন্দ করেন তিনি। তবে তারই জেরে দিন দিন বেড়ে নোরার পারিশ্রমিক। এবার তাই যেন হল কাল। 

89

অন্তভা গানের জন্য প্রথম পুষ্পা টিমের পছন্দ ছিল দিশা পাটানি। কিন্তু কোনও কারণ বশত তিনি এই ছবিকে না বলে দিয়েছিলেন। এরপরই সামনে আসে নতুন নাম, নোরা ফাতেহি, কোনও ডান্সকে সুপারহিট করাটা যেন নোরার বাঁহাতের খেল। কিন্তু যে পরিমাণ অর্থ তিনি দাবি করে বসলেন, তা দিতে নারাজ ছিল টিম। 
 

99

আর ঠিক সেই কারণেই প্রস্তাব গিয়েছিল হাতছাড়া হয়ে যায়। এরররই ছবিতে কাজ করেছিল সামান্থা প্রভু। তবে নোরার হাতে বর্তমানে একাাধিক কাজ, মিউজিক ভিডিও থেকে শুরু করে ছবি, পাশাপাশি রিয়ালিটি শো-তেও দেখা যাচ্ছে তাঁকে। তবে পুষ্পা ছবিতে তাঁকে দেখতে না পাওয়াটা যেমন মন খারাপের, ঠিক তেমনই সামান্থা প্রভুও সকলকে তাক লাগিয়ে মিটিয়েছেন সেই আক্ষেপ। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos