আর পুষ্পা (Pushpa) ছবিতে ছিল সব ধরণের উপাদান যা ছবিকে হিট করতে সাহায্য করে, যার মধ্যে একটি হল আইটেম ডান্স (Item Dance), অন্তভা, এই গানে সামান্থা প্রভু (Samantha Prabhu) নেচে সকলের মন জয় করেছেন, কিন্তু এর জন্যও ডাক পেয়েছিলেন নোরা ফাতেহি (Nora Fatehi)। কিন্তু সেই নাচে জায়গা করে নিয়েছেন সামান্থা প্রভু, কেন জানেন!