আরিয়ানের গ্রেফতার কেবল শাহরুখ নয়, সলমনের সিনেমাকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে

সলমন খান ও শাহরুখ খান বহুদিন পর এই জুটিকে আবারো পর্দায় পেতে চলেছিল দর্শকেরা। ছবির নাম পাঠান। এক কথায় বলতে গেলে শাহরুখ খানের কামব্যাক ছবিতে কেমিও সালমানের ছিল এক বিশেষ ভূমিকা। কিন্তু এবার বড় ধাক্কার মুখে পাঠান।

Jayita Chandra | Published : Oct 20, 2021 12:17 PM
18
আরিয়ানের গ্রেফতার কেবল শাহরুখ নয়, সলমনের সিনেমাকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে

বিগত কয়েক সপ্তাহ ধরেই খবরের শিরোনামে আরিয়ান খান। মাদক কান্ডের নাম জড়ানোর পর থেকেই নারকটিকস এর হেফাজতে রয়েছেন তিনি। 

28

স্পেনে শুটিং হবে পাঠানের, ঠিক তেমনটিই ছিল সিডিউল। হঠাৎই আরিয়ানের গ্রেপ্তার হওয়ার খবর কানে আশাতেই তড়িঘড়ি শুটিং ক্যানসেল করে শাহরুখ খান ফিরে আসেন মান্নাতে। 
 

38

স্থির করেন পরিবারে সমস্যা সবার আগে মিটিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে এলে তবেই তিনি শুটিংয়ে। যার ফলে পাঠাননি এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে ভক্তদের।

48

এ তো ছিল শাহরুখ কাহিনী তবে সেক্ষেত্রে সালমান খান কিভাবে প্রভাবিত হচ্ছে? কারণ সালমান খানের পরবর্তী ছবি টাইগার থ্রি, এই ছবিতে সালমান খানের সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে ক্যাটরিনা ও ইমরান হাশমিকে। 

58

পাঠান ছবিতে শেষ দৃশ্যে সালমান খানকে দেখা যাওয়ার কথা ছিল, শুধু তাই নয় এই ছবির শেষ অংশে তাকে টাইগার থ্রি লুকেই তুলে ধরার প্রসঙ্গ এনেছিলেন চিত্রনাট্য লেখক।

68

যার ফলে টাইগার ছবির গল্পের সূত্র জড়িয়ে রয়েছে পাঠান ছবির শেষ অংশ। এই ছবির শুটিং প্রশ্নের মুখে পড়ে সালমান খানের ছবির সুর যত তাড়াতাড়ি হোক না কেন তা কোথাও গিয়ে আটকে থাকে।

78

ইতিমধ্যে বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে সালমান খান বর্তমানে সময় দিতে পারবেন না পাঠান কে। সিডিউল অনুযায়ী তিনি এখন পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত।
 

88

যার ফলে পাঠান ছবির ভবিষ্যৎ যেমন অনিশ্চিত ঠিক সেইভাবেই তাই গোত্রের কপালে জুটল এক অনিশ্চিত ভবিষ্যৎ। সবটাই জড়িয়ে এখন আরিয়ান খানের ভাগ্যের সঙ্গে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos