Priyanka Chopra On Gossip: কবে মা হতে চলেছেন, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে অকপট প্রিয়ঙ্কা

সম্পর্কে আসা মানেই একটাই প্রশ্ন, বিয়ে কবে, বিয়ে হলে জুড়ে যায় আরও একটা প্রশ্ন, তাহলে বাচ্চাটা কবে নিচ্ছেন। সাংবাদিক সন্মেলন হোক বা কোনও ইন্টারভিউ, বা পরিচিতের সঙ্গে সাক্ষাৎ, এমনই প্রশ্ন যেন তারা করে বেড়ায়। আর এই প্রসঙ্গ নিয়ে একাধিকবার প্রকাশ্যে মুখ খুলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। 

Jayita Chandra | Published : Jan 14, 2022 4:19 AM IST
19
Priyanka Chopra On Gossip: কবে মা হতে চলেছেন, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে অকপট প্রিয়ঙ্কা

সম্পর্কের খবর যখন ছড়িয়ে পড়েছিল সর্বত্র তখন থেকেই সকলের সামনে উঠে আসে একটি প্রশ্ন, এই সম্পর্ক টিকবে তো। কেউ বলে হ্যা কেউ বলে না কেউ আবার শুধুই মজা দেখে। আর একাধিকবার প্রশ্নের সামনে পড়তে হয় নিক(Nick Jonas)  প্রিয়ঙ্কার (Priyanka Chopra) জুটিকে।

29

কখন উঠে এসেছিল বিচ্ছেদের গুঞ্জন। কখনো সামনে এসেছিল প্রিয়াঙ্কা-নিকের সম্পর্ক ভাঙ্গন এর খবর। তবে কোনটাই ধোপে টেকেনি। এই নেই একবার প্রকাশ্যে মুখ খুললেন প্রিয়ঙ্কা। সম্পর্ক ঘিরে একাধিকবার বিতরকের মুখে পড়তে হয়েছে তাকে। কতটা কঠিন?

39

প্রতিবাদ করেছি প্রিয়ঙ্কা একাধিকবার। কখনো মুখ ফুটে জানিয়েছেন তিনি ভাল আছেন, কখনো আবার নীরব হইয়া এড়িয়ে গেছেন সবটা। সম্পর্কে এটাই চ্যালেঞ্জ। একটা মানুষকে সারাজীবন পাশে পাওয়া বিশাল ব্যাপার। এই সময়ে সময়ে তার ভালো-খারাপ সব বুঝে নেওয়া দরকার।

49

তুমি একে অপরকে যেন আরো বেশি করে চিনে নেওয়া গেছে এই সময়টাতে। প্রতিটি সম্পর্কের মত এই সম্পর্কেও বিশ্বাসটা প্রয়োজন। প্রিয়ঙ্কার কথায় তারা দুজনই জানেন ভাল কিভাবে থাকতে হয়। এখানে দুজনের মতের ভীষণ মিল। 

59

কাজের বাইরেও সব সময় সময়টা উপভোগ করতে ভালবাসিন প্রিয়ঙ্কা। ভালো লাগে একে অপরের সঙ্গে সময় কাটাতে। তবে এই সম্পর্কের মাঝে তৃতীয় সদস্য আসবে কবে, এই নিয়ে ঘুম উড়েছে নেট দুনিয়ার। 

69

তাই প্রিয়ঙ্কাকে কাছে পাওয়া মাত্রই বারে বারে এমন প্রশ্ন ধেঁয়ে আসে। বিয়ের পর এই প্রসঙ্গে মন্তব্য করে জানিয়েছিলেন প্রিয়ঙ্কা, মেয়ে মানেই কবে বিয়ে, বিয়ে হলেই কবে সন্তান, বিষয়টা ঠিক এমন হওয়াা উচিত নয়, যখন হওযার তখন ঠিক হবে। 

79

আবারো ফিরে এলো সেই একই উত্তর, তবে এবার প্রিয়ঙ্কার কণ্ঠস্বর বেশ নরম, সে সাফ জানালো, এটি একটি পরম পাওয়া, ইশ্বরের আশীর্বাদে যবে হবে তবে সকলেই জানতে পারবেন। 

89

তবে এখানেই থেমে থাকেন না প্রিয়ঙ্কা, তিনি আরও জানান, সলেবদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আর তাঁদের নাজেহাল করে তোলা নেট দুনিয়ায়, একটি ছবি পোস্ট করলেই ব্যাকগ্রাউন্ডে থাকা সমস্ত কিছু জুম করে দেখা চাই। 

99

আর তা থেকেই শুরু হয়ে যায় আলোচনা সমালোচনা, ব্যক্তিগত জীবন নিয়ে এই কাটা ছেঁড়া প্রিয়ঙ্কা কেন কোনও সেলেবই খুব একটা পছন্দ করে না। সোশ্যাল মিডিয়ার এই দিকটিকে আবারও কটাক্ষ করলেন পিগি চপস। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos