রকুলের স্টাইল স্টেটমেন্টের পর এবার একটু তাঁর ফিল্মি কেরিয়ারে আলোকপাত করা যাক। ইতিমধ্যেই সিলভারস্ক্রিনে মুক্তি পেয়েছে তাাঁর অভিনীত ছবি অ্যাটাক। আগামী ২৭ এপ্রিল রুপোলি পর্দায় মুক্তি পেতে চলেছে রকুলপ্রীত অভিনীত রানওয়ে ৩৪। এছাড়াও ডক্টর জি, থ্যাঙ্ক গড, ছত্রীওয়ালি-র মত বেশ কয়েকটি ছবির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রকুলপ্রীত সিং।