রকুল প্রীতের সামার স্পেশাল ড্রেসের ফটোশ্যুট, এদিকে নেটদুনিয়ায় চড়ছে তাপমাত্রার পারদ

রকুলপ্রীত সিং তাঁর নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট পোস্ট করেছেন। হালকা হলুদ অফ সোল্ডার ছোট্ট ড্রেসের সঙ্গে পায়ে রয়েছে আকাশী রঙের হাই হিল। সঙ্গে দোসর কানের সেই নজরকারা দুল। গরমে কী ধরনের ফ্যাশনেবল ড্রেস পরে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলা যায় সেটাই দেখিয়েছেন রকুলপ্রীত। 
 

Kasturi Kundu | Published : Apr 2, 2022 1:16 PM
19
রকুল প্রীতের সামার স্পেশাল ড্রেসের ফটোশ্যুট, এদিকে নেটদুনিয়ায় চড়ছে তাপমাত্রার পারদ

গরমের প্যাচপ্যাচানি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর গম মানেই তারকাদের সামারকুলের লেটেস্ট ফ্যাশন ইন। এবারের গরমে এই রকমই  ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে হাজির হলেন বলিউডের গ্ল্যামডিভা রকুলপ্রীত সিং। নায়িকার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে রয়েছে সেই নজির।

29

রকুলপ্রীত সিং তাঁর নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট পোস্ট করেছেন। হালকা হলুদ অফ সোল্ডার ছোট্ট ড্রেসের সঙ্গে পায়ে রয়েছে আকাশী রঙের হাই হিল। সঙ্গে দোসর কানের সেই নজরকারা দুল। গরমে কী ধরনের ফ্যাশনেবল ড্রেস পরে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলা যায় সেটাই দেখিয়েছেন রকুলপ্রীত। 

39

সদ্য মুক্তি পেয়েছে জন আব্রাহাম, জ্যাকলিন ফার্নানডেজ ও রকুলপ্রীত সিং অভিনীত মুভি অ্যাটাক। এই সিনেমা মুক্তির  প্রাক্কালেই নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সামার স্পেশাল শর্ট হলুদ ড্রেস পরে পোজ দিয়েছেন নায়িকা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন আজ দিন হ্যায় সানি সানি...

49

সামার স্পেশাল ফ্যাশন ট্রিটমেন্টের জন্য রকুল বেছে নিয়েছেন হলুদ রঙের অফ সোল্ডার এই ড্রেসটি। হঁটুর ওপরে এই মিনি ড্রেসে রকুলের টোনড থাই বেয়ে যেন চুঁইয়ে পড়ছে যৌবন। অ্যাটাক নায়িকার এই সামার কুল ড্রেসের দাম ৫ হাজার ৫৯০ টাকা। সত্যিই সামার স্পেশাল ড্রেসে একেবারে সাামার কুল লুকে সকলের নজর কেরেছেন এই বলি নায়িকা। 

59

 রকুলের সামার স্পেশাল ড্রেসের দাম তো জানলেন। এবার জানে নিন ড্রেসের সঙ্গে নায়িকার পায়ের এই হাই হিলের দক্ষিণা করত। জামার থেকেও দাম বেশী রকুলের পায়ের জুতোর। হ্যাঁ, ৭ হাজার ২৯৯ টাকা দাম রয়েছে রকুলপ্রীত সিং-এর পায়ের জুতোর। 

 

69

জামা-জুতোর সঙ্গে রয়েছে ম্যাচিং অ্যাক্সেসরিজ। সামার স্পেশাল হলুদ মিনি ড্রেসের সঙ্গে খুব একটা সাজগোজ করেন নি। তবে কানে যে দুলখানি পড়েছেন সেটা কিন্তু বেশ দামী। ৪ হাজার ১৯০ টাকা দাম রকুলপ্রীতের কানের দুলের। 

79

রকুলের স্টাইল স্টেটমেন্টের পর এবার একটু তাঁর ফিল্মি কেরিয়ারে আলোকপাত করা যাক। ইতিমধ্যেই  সিলভারস্ক্রিনে মুক্তি পেয়েছে তাাঁর অভিনীত ছবি অ্যাটাক। আগামী ২৭ এপ্রিল রুপোলি পর্দায় মুক্তি পেতে চলেছে রকুলপ্রীত অভিনীত রানওয়ে ৩৪। এছাড়াও ডক্টর জি, থ্যাঙ্ক গড, ছত্রীওয়ালি-র মত বেশ কয়েকটি ছবির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রকুলপ্রীত সিং। 

89

এক নজরে দেখে নেওয়া যায় রকুলপ্রীতের সামার স্পেশাল ফটোশ্যুটের জন্য তাঁর গর্জিয়াস লুকের নেপথ্যে কারা রয়েছেন। নায়িকা যে আউটফিট পড়েছেন সেটি সামার সামহোয়ারের। তাঁর স্টাইলিশ অন্সহিকাা ভর্মা। রকুলের মেক আপ লুক দিয়েছেন সেলিম সৈয়দ। তাঁর হেয়ার স্টাইলিস্ট আলিয়া শেখ। 
 

99

 হলুদ মিনি ড্রেসে গরমের সঙ্গে  মোকাবিলা করতে তৈরি নায়িকা। সামার স্পেশাল ড্রেসেও যেন ইন্সটাগ্রামে পারদ চড়াচ্ছেন নায়িকা।  তবে আপনি চাইলে কিন্তু এই গরমে রকুলের স্টাইল স্টেটমেন্ট অবশ্যই অনুসরণ করতেই পারেন। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos