আজ ঠিক সকাল ১১ টা নাগাদ গণেশ পুজো দিয়ে জীবনের নতুন পথ চলা শুরু করবেন রনবীর কাপুর আর আলিয়া ভাট। তারপর দুপুর ১ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে মেহেন্দির অনুষ্ঠান। আর ১৪ এপ্রিল বৃহস্পতিবার হবে সঙ্গীতানুষ্ঠান।
একেবারে দোড়গোড়য় কড়া নাড়ছে রনবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে। আর এখন সময় বিয়ের আগের আচার অনুষ্ঠান পালন করার। প্রায় চার বছর প্রেমের সম্পর্কে থাকার পর এবার স্বামী-স্ত্রী হিসাবে জীবনের নতুন জার্নি শুরু করতে চলেছেন বলিউডের এই লাভবার্ডস। ১৩ এপ্রিল বুধবার থেকে শুরু হচ্ছে এই তারকা কপলের প্রি ওয়েডিং অনুষ্ঠানবিধি।
29
আজ ঠিক সকাল ১১ টা নাগাদ গণেশ পুজো দিয়ে জীবনের নতুন পথ চলা শুরু করবেন রনবীর কাপুর আর আলিয়া ভাট। তারপর দুপুর ১ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে মেহেন্দির অনুষ্ঠান। আর ১৪ এপ্রিল বৃহস্পতিবার হবে সঙ্গীতানুষ্ঠান।
39
ঘণিষ্ঠ মহলের উপস্থিতিতে হবে রনবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই সেজে উঠেছে জুহুতে আলিয়া ভাটের বাড়ি। সেই সঙ্গে আলোর রোশনাইতে ঝলমল করছে রনবীর কাপুরের বান্দ্রার বাাস্তু। গোলাপি আর সোনালি আলোয় নিজের বাড়ি সাজিয়ে তুলেছেন রনবীর। ২০১৬ সালে এই বাড়িটি কিনেছিলেন আলিয়ারর হবু বর।
49
ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যেই মুম্বই এসে পৌঁছেছেন রিদ্ধিমা কাপুর। সঙ্গে রয়েছে তাঁর স্বামী আর মেয়ে। মঙ্গলবারই বাড়ি এসেছেন কাপুর পরিবারের মেয়ে। অন্যদিকে রনবীরের পরম বন্ধু আয়ান মুখার্জিও মঙ্গলবার রাতে রনবীরের বাড়ি এসে পৌঁছেছেন।
59
কাপুর আর ভাট দুই পরিবারের তরফেই এই তারকা জুটির বিয়ে নিয়ে কুলুপ এটেছিল। তবে আলিয়ার ভাই রাহুল ভাট বোনের বিয়ের বজ্রআঁটুনি নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন। রনরালিয়ার বিয়েতে থাকছে ২০০ জন বাউন্সার।
69
রনবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে পরিবার পরিজন আর ঘণিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ থাকছেন না। আলিয়ার ভাই রাহুল ভাট বোনের বিয়ের নিরাপত্তা নিয়ে যেমন মুখ খুলেছেন, তেমনই বলেছিলেন এই বিয়েতে নাকি থাকবে মাত্র ২৮ জন অতিথি। তাঁরা সকলেই পরিবারের লোকজন।
79
একদিকে যখন রনবীর আর আলিয়ার বিয়ের প্রতি মুহুর্তের আপডেট হয়ে উঠছে বিনোদনের কাঙ্খিত খবর, ঠিক সেই সময় এক সাক্ষাৎকারে রনবীরের মা নীতু কাপুর বলেছিলেন, ছেলের বিয় সংক্রান্ত এই খবর সম্পূর্ণ ভুঁয়ো।
89
রনবীর কাপুর আর আলিয়া ভাটের প্রেম থেকে বিয়ে এই সবটাই এখন পেজ থ্রি-র হট টপিক। ২০১৮ সালে সোনম কাপুরের রিসেপশনে প্রথমবার একসঙ্গে হাত ধরে সকলের সাামনে আসেন রনরালিয়া। এর আগে আয়ান মুখার্জির ব্রহ্মাস্থের শুটিং সেটে থেকেই এই প্রেমের সুত্রপাত।
99
রনবীর-আলিয়ার বিয়ের কয়েক মাস পর রুপোলি পর্দায় মুক্তি পাবে এই তারকা জুটির প্রথম ছবি ব্রহ্মাস্থ। দীর্ঘ টালবাহানার পর আয়ান মুখার্জির ব্রহ্মাস্থ মুক্তির দিন চূড়ান্ত করা হয়েছে। আর এই ছবির প্রমোশনে রনরালিয়া জুটির উপস্থিতি সকলকে একেবারে তাক লাগিয়ে দিয়েছিল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।