Ankita-Vicky Wedding : বিয়ের পিঁড়িতে অঙ্কিতা-ভিকি, কেন বাতিল করলেন 'RED CARPET' অনুষ্ঠান

Published : Dec 13, 2021, 11:50 PM ISTUpdated : Dec 14, 2021, 08:01 AM IST

আর মাত্র কয়েক ঘন্টা। আগামীকালই বিয়ের পিঁড়িতে বসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। প্রেমিক ভিকি জৈনর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। অবশেষে পরিণতি পাচ্ছে তাদের তিন বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক। তবে ১৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়লেও করোনা যেভাবে চোখ রাঙাচ্ছে এবং ওমিক্রন আতঙ্ক যেভাবে বাড়ছে তাতে রেড কার্পেট অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দুই পরিবার এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের উপস্থিতিতেই ভিকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন  অঙ্কিতা লোখান্ডে। 

PREV
110
Ankita-Vicky Wedding :  বিয়ের পিঁড়িতে অঙ্কিতা-ভিকি, কেন বাতিল করলেন 'RED CARPET' অনুষ্ঠান

বলিপাড়াতেও বিয়ের সানাই। এবার পুরোনো অতীত খানিকটা ভুলেই জীবনের নতুন ইনিংস শুরু করছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা তথা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ( Ankita lokhande)। 

210

আর মাত্র কয়েকঘন্টা। তারপরেই প্রেমিক ভিকির (Vicky Jain) সঙ্গে গাটছড়া বাঁধবেন অঙ্কিতা লোখান্ডে ( Ankita lokhande) । বেশ কয়েকদিন ধরেই একের পর এক হাইপ্রোফাইল বিয়ে নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। ন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের বিয়ের খবরও পেজ থ্রি-র শিরোনামে।

310


অবশেষে পরিণতি পাচ্ছে তাদের তিন বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক। প্রেমিক ভিকি জৈনর  (Vicky Jain) সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা লোখান্ডে ( Ankita lokhande) । তবে ১৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়লেও করোনা যেভাবে চোখ রাঙাচ্ছে এবং ওমিক্রন (Omicron) আতঙ্ক যেভাবে বাড়ছে তাতে রেড কার্পেট অনুষ্ঠান বাতিল করা হয়েছে। 

410

জানা গিয়েছে, (Vicky Jain) ভিকি ও অঙ্কিতার  ( Ankita lokhande) পরিবার এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের উপস্থিতিতেই ভিকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন  অঙ্কিতা লোখান্ডে। তারকাখচিত নক্ষত্র সমাবেশে ফের বাঁধা হয়ে দাঁড়াল করোনা আতঙ্ক এবং ওমিক্রন আতঙ্ক। তবে সকলের কথা মাথায় রেখেই রেড কার্পেট অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

510

অঙ্কিতার বিয়ে নিয়ে যেভাবে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল তা যেন একমুহূর্তে ফিকে হয়ে গেল। (Vicky Jain) ভিকি-অঙ্কিতার বিয়েতে বসছে না চাঁদের হাট। বলতে গেলে ঘনিষ্ঠ পরিবার এবং শুধুমাত্র কয়েকজন বন্ধুদের নিয়ে বিয়েটা সারছেন  ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডে ( Ankita lokhande) ।

610

আজই হবু স্বামী ভিকি জৈনর (Vicky Jain) সঙ্গে বাগদান পর্ব সেরেছেন অভিনেত্রী অঙ্কিতা ( Ankita lokhande) এবং সেখানেও পরিবার ও ঘনিষ্ঠদের নিয়েই এনগেজমেন্ট অনুষ্ঠান সেরেছেন এই জুটি। ইতিমধ্যেই আংটি বদলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

710

এনগেজমেন্টের দিন কালো গাউনে সেজেছিলেন অঙ্কিতা ( Ankita lokhande) । তবে সুশান্ত যে এখনও তার হৃদয়ে রয়েছে তা ফের প্রমাণ করে দিলেন অঙ্কিতা। নিজের জীবনের বিশেষ মুহূর্তেও প্রয়াত প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের 'রাবতা' ছবির টাইটেল ট্র্যাকটা জমিয়ে দিয়েছিল এনগেজমেন্টের আসর।
 

810

হবু বর ও কনে দুজনেই বিভিন্ন গানের তালে পারফর্ম করেন। সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের ( Ankita lokhande) বরাবরই ডেস্টিনেশন ওয়েডিংয়ের শখ ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে। মুম্বইয়ের পাঁচতারা হোটেলেই বসেছিল অঙ্কিতা - ভিকির (Vicky Jain) এনগেজমেন্টের আসর।

910

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সংসার পাতার ইচ্ছা থাকলেও সেই স্বপ্ন অধরাই থেকে গেল অঙ্কিতার ( Ankita lokhande) । ২০১৬ সালেই ভেঙে গিয়েছিল সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক। ব্রেকআপের পর এই ভিকিই (Vicky Jain) আগলে রেখেছিলেন অঙ্কিতাকে। 

1010

দীর্ঘ ৩ বছর সম্পর্কের পর অবশেষে পরিণতি পাচ্ছে তাদের সম্পর্ক। ২০১৭ সালে একে অপরকে ডেট করছেন ( Ankita lokhande) অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। আর কিছুক্ষণের মধ্যেই সারাজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন (Vicky Jain) ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডে।

click me!

Recommended Stories