ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে সংযম হারিয়েছেন অসংখ্য অভিনেতা-অভিনেত্রী। কেউ কেউ সাক্ষাৎকারে সে কথা প্রকাশ্যে এনেছেন আবার কেউ কেউ লুকিয়ে গিয়েছেন। পরিচালকের কাট এবং অ্যাকশন অনুযায়ী ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা বাকি দৃশ্যে অভিনয় করার মতই কঠিন। নিজেকে সংযকত রেখে অভিনয় করে যাওয়াতেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন অনেকেই। কেবল ঘনিষ্ঠ দৃশ্যই নয়, অ্যাকশন, ইমোশনাল দৃশ্যেও অনেকে নিজের সংযম হারিয়েছেন। ঘনিষ্ঠ দৃশ্যে সংযম না হারালেও পরিচালক রেমো ডিসিউজার প্র্যাঙ্কের খপ্পড়ে পড়েছিলেন জ্যাকলিন ফারন্যানডিজ এবং টাইগার শ্রফ। কপিলের কমেডি অনুষ্ঠানে আ ফ্লাইং জাটের ছবির প্রচার করতে এসে ঘটনাটি খুলে বলেন পরিচালক।