রং দে বসান্তি (২০০৬) : সাদা-কালো জমানায় নয় বরং নতুন শতাব্দীতে দেশাত্মবোধক ছবিকে নতুন দিশা দেখিয়েছিলে পরিচালক ওম প্রকাশ মেহরার ছবি রং দে বসান্তি । আজও সকলের মনে রয়েছে এই ছবির ভাবনা। বলি অভিনেতা আমির খান, মাধবন, সোহা আলি খান, শর্মান যোশি সহ একাধিক অভিনেতারা অভিনয় করেছেনম। ভগত সিং ও তার ভাবনাকে আজকের প্রেক্ষাপটে অন্যভাবে তুলে ধরেছিলেন ওম প্রকাশ মেহরা।