রেস ২ (Race 2) (২০১৪)- ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। রেস সিরিজের প্রতিটা ছবি দর্শক মনে জায়গা করে নিয়েছিল। তবে রেস ২ হল সেগুলির মধ্যে অন্যতম। এই ছবি বক্স অফিসে আয় করেছিল ১০২ কোটি টাকা। দীপিকা-সইফ জুটির রোম্যান্স থেকে শুরু করে ছবির গান, সব মিলে ছবি হিট।