কঠিন সময় পাশে থাকার জন্য ধন্যবাদ, ছন্দে ফিরে কৃতজ্ঞ রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)মারা যাওয়ার পর থেকে বদলে গিয়েছিল তার জীবনের চেনা গ্রাফ। রাতারাতি সেলিব্রিটি থেকে হয়ে উঠেছিলেন কটাক্ষের শিকার। কারুর মতে তিনি খুন করেছেন সুশান্ত সিং রাজপুত কে, কেউ কেউ আবার তাকে নানান দোষে দুষ্ট করে ব্রাত্য করেছেন সোশ্যাল মিডিয়া কিংবা সমাজ থেকে। লড়াইটা তখন সবেমাত্র শুরু হয়েছিল। এরপর পথচলাটা ছিল আরও কঠিন। মাদক কান্ডের নাম জড়িয়েছিল রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সেখান থেকেই জেরা জেরা থেকে গ্রেফতার। টানা ৫০ দিনের ওপর রাত্রি বাস করতে হয়েছিল কারাগারে।

Jayita Chandra | Published : Feb 13, 2022 8:58 AM IST
19
কঠিন সময় পাশে থাকার জন্য ধন্যবাদ, ছন্দে ফিরে কৃতজ্ঞ রিয়া চক্রবর্তী

বলিউডি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। ততদিনে চেহেরে ছবির শুটিং হয়ে গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না, সুশান্তের মৃত্যু ওলট পালট করে দিয়ে যায় রিয়া চক্রবর্তী জীবন। তবে থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে ধীরে ধীরে ছন্দে ফিরছে রিয়া।

29

নিজেকে আবারও সাজিয়ে গুছিয়ে নিয়ে সমাজের সামনে নতুন করে দাঁড়ানোর সাহস যোগাচ্ছে তিনি। এখন আর মিডিয়া দেখলে মুখ লুকিয়ে ফেলা নয় এক গাল হেসে পোজ দিয়ে ছবি তুলে ছন্দে ফিরছে রিয়া। সেই স্বাভাবিক জীবনের ছন্দে ফেরাটা এবার হোক আরও দৃঢ়। পাশে কেউ নেই, কেবল এক কোণে পড়ে থাকা রিয়া চক্রবর্তী এবার ধীর ধীরে ছন্দে ফিরছেন। 

39

আর ঠিক সেই কারই এবার বলিউডে ফেরার স্বপ্ন দেখা। রিয়া বছরের শুরুতেই তাই নিজেকেই নিজে ভরসা দিলেন, নিজেকেই লিখলেন খোলা চিঠি, যেখানে সাফ উঠে এলো তাঁর লড়াইয়ের কথা, উঠে এল নিজের প্রতি ফিরে পাওয়া আত্মবিশ্বাসের কথা, নববর্ষে সোশ্যাল মিডিয়ার পাতায় সেই সংবাদ শেয়ার করে নিলেন তিনি।

49

কঠিন সময় পাশে থাকার জন্য ধন্যবাদ, ছন্দে ফিরে কৃতজ্ঞ রিয়া চক্রবর্তী আবারও সেই একই সুরে নেট দুনিয়ায় ছবি পোস্ট করে লিখলেন রিয়া, ছন্দে ফেরার আনন্দ, কঠিন সময় পেরিয়ে আবারও লাইমলাইটে ফেরার পালা। রিয়ার সেই সফর এবার সকলের সামনে ধীরে ধীরে ফ্রেমবন্দি। 

59

ঝড়ের গতীতে তা হয়ে উঠল ভাইলার, নেটদুনিয়ার প্রশংসাও কুরোলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সকল ভক্ত ও শুভেকাঙ্খীদের ধন্যবাদ জানালো রিয়া চক্রবর্তী। এই পোস্ট করতেই তা সকলের চোখে পড়ে, বিটাউনে ফেরার স্বপ্ন বুকে নিয়ে দিনগুণছিল রিয়া চক্রবর্তী। 

69

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)মারা যাওয়ার পর থেকে বদলে গিয়েছিল তার জীবনের চেনা গ্রাফ। রাতারাতি সেলিব্রিটি থেকে হয়ে উঠেছিলেন কটাক্ষের শিকার। কারুর মতে তিনি খুন করেছেন সুশান্ত সিং রাজপুত কে, কেউ কেউ আবার তাকে নানান দোষে দুষ্ট করে ব্রাত্য করেছেন সোশ্যাল মিডিয়া কিংবা সমাজ থেকে।

79

ড়াইটা তখন সবেমাত্র শুরু হয়েছিল। এরপর পথচলাটা ছিল আরও কঠিন। মাদক কান্ডের নাম জড়িয়েছিল রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সেখান থেকেই জেরা জেরা থেকে গ্রেফতার। টানা ৫০ দিনের ওপর রাত্রি বাস করতে হয়েছিল কারাগারে। বলিউডি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)।

89

ততদিনে চেহেরে ছবির শুটিং হয়ে গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না, সুশান্তের মৃত্যু ওলট পালট করে দিয়ে যায় রিয়া চক্রবর্তী জীবন। তবে থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে ধীরে ধীরে ছন্দে ফিরছে রিয়া। নিজেকে আবারও সাজিয়ে গুছিয়ে নিয়ে সমাজের সামনে নতুন করে দাঁড়ানোর সাহস যোগাচ্ছে তিনি।

99

স্বাভাবিকতা যে এতটা স্পেশাল তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন রিয়া। তার এই ক্যাপশন ই মন কারিলো নেট দুনিয়ায়। সকলেই নানান পোস্টে ভরিয়ে তুললেন কমেন্ট বক্স। বর্তমানে বেশ কিছু ছবির সঙ্গে যুক্ত হবার চেষ্টায় মরিয়া রিয়া চক্রবর্তী। নিত্যনতুন স্ক্রিপ্ট নিয়ে বসেছেন তিনি। এখন দেখার নিজের স্বপ্নের সঙ্গে লড়াই টা কতটা সহজ হয় রিয়া চক্রবর্তী কাছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos