আর ঠিক সেই কারই এবার বলিউডে ফেরার স্বপ্ন দেখা। রিয়া বছরের শুরুতেই তাই নিজেকেই নিজে ভরসা দিলেন, নিজেকেই লিখলেন খোলা চিঠি, যেখানে সাফ উঠে এলো তাঁর লড়াইয়ের কথা, উঠে এল নিজের প্রতি ফিরে পাওয়া আত্মবিশ্বাসের কথা, নববর্ষে সোশ্যাল মিডিয়ার পাতায় সেই সংবাদ শেয়ার করে নিলেন তিনি।