কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুর ছোট থেকেই যেন একটু বেশি অ্যাডভান্স। তবে একদম ছোটবেলায় কী কী করতেন বলিউডের লাভার বয়, সেই গোপন কীর্তি ফাঁস করলেন রণবীরের দিদি। সম্প্রতি কপিল শর্মার শো-তে হাজির হয়েছিলেন নীতু কাপুর ও ঋদ্ধিমা। গল্প -আড্ডার মাঝেই কপিলের শো -তে জানালেন তার মেয়ে একবার মামা রণবীরের ফোন নম্বর স্কুলের সমস্ত মেয়েদের ছড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু কেন করেছিলেন এই কান্ড, জানলে চমকে যাবেন।