'আবার দেখা হতেও পারে, নাও পারে', পুলিশি জেরার পর মুম্বইকে বিদায় সুশান্তের শেষ ছবির নায়িকার

বলিউডে পা রাখার স্বপ্ন চোখে নিয়ে এখনও অনেকেই ছুঁটে যান টিনসেল টাউনে। কেউ নিজের জায়গা পাকা করে নেন, কেউ আবার শুরুতেই ভেঙে পড়েন। তবে দিল বেচারা অভিনেত্রীর ক্ষেত্রে বিষয়টা বেশ খানিকটা আলাদা। কেন মুম্বই ছাড়লেন তিনি...

Jayita Chandra | Published : Jul 2, 2020 4:48 AM IST
18
'আবার দেখা হতেও পারে, নাও পারে', পুলিশি জেরার পর মুম্বইকে বিদায় সুশান্তের শেষ ছবির নায়িকার

দিল বেচারা ছবির মধ্যে দিয়েই বলিউজডে নিজের পরিচিতি তৈরি করতে চেয়েছিলেন সঞ্জনা। সেই ছবির মুক্তির কথা ছিল ৯ মে। 

28

লকডাউনে তা পিছিয়ে যায়।য তখনও পর্যন্ত সঞ্জনার মনে বলিউড এক স্বপ্নের শহর। কয়েক দিনের মধ্যেই যে বদলে যাবে সবটাই তা তিনি বুঝতেও পারেননি। 

38

১৪ জুন, হঠাৎই সুশান্তের মৃত্যুর খবর ভেঙে দেন সঞ্জনার মন। সবটা মেনে নেওয়া তাঁর কাছে ছিল অসম্ভব। নিয়ম মেনেই চলে পুলিশি তদন্ত। ডাক পড়ে সঞ্জনারও। 

48

মঙ্গলবার দীর্ঘ ৯ ঘণ্টা ধরে চলে জেরা। সুশান্তের শেষ সময় শ্যুটিং সেটে ঠিক কী কী হয়েছিল তা খতিয়ে জানা হয়। 

58

মিটু আন্দোলনের কথাও তুলে আনেন সঞ্জনা। তাঁর কথায় এই সব অভিযোগ ছিল মিথ্যে তিনি জানিয়েছিলেন। এরই একদিন পর মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নেন সঞ্জনা।

68

বিমানবন্দরে বসে সকলের জন্য একটি বার্তা রেখে যান। যা দেখে অনেকেরই অনুমান তিনি হয়তো আর নাও ফিরতে পারেন বলিউডে।

78

লিখেছিলেন মুম্বই তাঁর খুব অচেনা লাগছে। হয়তো পথঘাট সূণ্য বলে নয়তো মনের শূণ্যতার জন্য। আপাতত তিনি বিদায় নিচ্ছেন। পাড়ি দিয়েছেন দিল্লির পথে। 

88

শেষে লেখেন তিনি ফিরে আসতেও পারেন নাও পারেন। এই বার্তা দেখার পর থেকেও শুরু হয়েছে জল্পনা। তবে কী প্রথম ছবির সহঅভিনেতার মৃত্যু সহ্য করতে পারেনি সঞ্জনা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos