'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে নেটদুনিয়ার 'হট সেনসেশন' সারা আলি খান। সম্প্রতি প্রথম সারির অভিনেতাদের সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন সারা। আসন্ন ছবি 'আতরাঙ্গি রে'-র প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী সারা আলি খান। আনন্দ এল রাই পরিচালিত ছবির প্রচারে গিয়েই রীতিমতো ঘুম উড়ালেন ভক্তদের। সোনালি কাজ করা কালো লেহেঙ্গায় পুরো ডান্সিং ডল-এর মতোই দেখতে লাগছিল সারাকে। পরিচালক আনন্দ এল রাই এবং অক্ষয় কুমারের সঙ্গে দেখা গেছে সারাকে। পাপারাৎজির ক্যামেরায় হাসি মুখে রীতিমতো নেচে নেচে পোজ দিয়েছেন সারা। প্রতিটি ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।