বলিউডের রঙিন জুটি, শাহরুখ-গৌরীর এ কী হাল, রঙে ভিজে পার্ফেক্ট ফ্রেমে লাভবার্ড, ২১ বছর আগের ছবি ঘিরে উত্তেজনা
শাহরুখ খান ও গৌরী খান এক কথায় বলতে গেলে বলিউডের এই পাওয়ার কপিলের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ নিয়ে হাজারও ভক্তমনে হাজার এক প্রশ্ন। ঠিক যতটা রঙিন কিং খান পর্দার সামনে, ঠিক ততটাই রঙিন তিনি পর্দার পেছনেও।