'পাঠান' ছবির জন্য কত পারিশ্রমিক হাঁকিয়েছেন শাহরুখ,আমির-সল্লু-আক্কিকেও ছাপিয়ে গেলেন 'কিং খান'

Published : Mar 24, 2021, 10:54 AM ISTUpdated : Mar 24, 2021, 10:56 AM IST

 বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিয়েই দর্শকমনেই সবসময়েই উত্তেজনা রয়েছে। ফের নয়া চমক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা। সবচেয়ে বেশি পারিশ্রমিকের তালিকায় বরাবরই শুরুর দিকে থাকেন বলিউডের কিং খান। এবারেও সলমন খান, অক্ষয় কুমারের মতোন তাবড় তাবড় অভিনেতাদের পিছনে ফেলে প্রথম স্থানে রয়েছেন শাহরুখ খান। আপকামিং ছবি পাঠান-এর জন্য কত দর হাঁকিয়েছেন শাহরুখ, জানলে চমকে উঠবেন।

PREV
110
'পাঠান' ছবির জন্য কত পারিশ্রমিক হাঁকিয়েছেন শাহরুখ,আমির-সল্লু-আক্কিকেও ছাপিয়ে গেলেন 'কিং খান'

শাহরুখ মানেই টানটান উত্তেজনা। তার কোনও কিছু করা মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখতে রীতিমতো মুখিয়ে থাকে দর্শক। ফের নয়া চমক নিয়ে হাজির হয়েছেন কিং খান।

210


বেশ কয়েকবছর রূপোলি পর্দায় সেভাবে দেখা মেলেনি বলিউডের বাদশা। যার কারণেই উত্তেজেন তুঙ্গে। আপকামিং ছবি 'পাঠান'-এর শুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা।

310

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। জানেন কি, সবচেয়ে বেশি পারিশ্রমিকের তালিকায় বরাবরই শুরুর দিকে থাকেন বলিউডের কিং খান। 

410


এবারেও সলমন খান, অক্ষয় কুমারের মতোন তাবড় তাবড় অভিনেতাদের পিছনে ফেলে প্রথম স্থানে রয়েছেন শাহরুখ খান। 
 

510

আপকামিং ছবি 'পাঠান'-এর জন্য কত দর হাঁকিয়েছেন শাহরুখ, তা প্রকাশ্যেই আসতেই চোখ কপালে নেটিজেনদের। সূত্রের খবর, ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে শাহরুখের পারিশ্রমিক।

610


 ফিল্ম বিশেষজ্ঞ উমের সান্ধু জানিয়েছেন, ভারতীয় অভিনেতাদের মধ্যে এই মুহূর্তে  সবচেয়ে বেশি পারিশ্রমিক শাহরুখ খানেরই। আমির-সলমন-অক্ষয়কেও পিছনে ফেলে দিয়েছেন কিং খান।

710

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' -ছবির শুটিং গত বছর নভেম্বর মাস থেকেই শুরু হয়েছে। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সলমন খানকেও দেখা যাবে ছবিতে।

810


মুম্বই ছাড়া বিদেশের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হবে বলে জানা গেছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন শাহরুখ খান।

910

নিজের ইনস্টাগ্রামে ১ মার্চ নতুন ছবি 'ডার্লিংস'-এর নামও ঘোষণা করেন শাহরুখ।  শাহরুখ এবং গৌরী খানের ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট’র প্রযোজনায় খুব শীঘ্রই আসছে ‘ডার্লিংস'।

1010

ছবিতে আলিয়া ভাট অভিনয় করছেন। পাশাপাশি এই ছবিতেই সহ প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন আলিয়া ভাট।

click me!

Recommended Stories