Shahrukh-Gauri Anniversary:স্বামীকে ছাড়াই কেটেছিল প্রথম রাত, গৌরীকে দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখ

Published : Oct 25, 2021, 11:10 AM ISTUpdated : Oct 25, 2021, 11:16 AM IST

বি-টাউনের সবচেয়ে জনপ্রিয় দম্পতির তকমা রয়েছে শাহরুখ-গৌরীর। প্রেম থেকে বিবাহ সবকিছুই যেন রুপোলি পর্দার মতো রঙিন। গৌরীর প্রেমে কতটা পাগল শাহরুখ তা সকলেরই জানা। হিন্দু ও মুসলিম হয়েও কোনও কিছু বাধা না মেনেই ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তবে বিয়ের প্রথম রাতটা মোটেই সুখকর ছিল না শাহরুখের। নিজের জন্য  স্ত্রী গৌরীর যা অবস্থা হয়েছিল  তা দেখে রীতিমতো কেঁদে ফেলেছিলেন শাহরুখ। তবে ৩০ তম বিবাহবার্ষিকীও মোটেই সুখকর নয় শাহরুখ -গৌরীর। বড় ছেলে আরিয়ান এই মুহূর্তে আর্থার রোড জেলে বন্দি, ইতিমধ্যেই তারকা দম্পতির জীবনে অন্ধকার সময় নেমে এসেছে।

PREV
111
Shahrukh-Gauri Anniversary:স্বামীকে ছাড়াই কেটেছিল প্রথম রাত, গৌরীকে দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখ

 প্রেম থেকে বিবাহ সবকিছুই যেন রুপোলি পর্দার মতো রঙিন। গৌরীর প্রেমে কতটা পাগল শাহরুখ তা সকলেরই জানা। ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। 

211


 বিয়ের পরেই সদ্য বিবাহিত স্ত্রী গৌরীকে নিয়ে দিল্লী ছেড়ে মুম্বই চলে আসেন শাহরুখ। আর ঠিক সেই সময়েই ঘটনাটি ঘটেছিল বাদশার জীবনে।

311


বলিউড অভিনেত্রী হেমা মালিনীর পরিচালনা ও প্রযোজনায় 'দিল আশনা হ্যায়' ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন শাহরুখ খান।

411


হঠাৎই শাহরুখের ফোনে হেমার ফোন আসে। এবং হেমা জানায় তুমি যদি চাও তাহলে শ্যুটিং- এর জন্য আসতে পারো। শাহরুখ খান তখন বলিউডে নতুন কেরিয়ার শুরু করেছেন। তাই হেমার কথা রাখতে গৌরীকে নিয়েই পৌঁছে গিয়েছিলেন শ্যুটিং সেটে।

 

511

শ্যুটিং সেটে যাওয়ার পর শাহরুখ দেখেন হেমা মালিনী ছাড়া সকলেই উপস্থিত রয়েছেন সেখানে।সহ-পরিচালকও জানিয়েছিলেন হেমার সঙ্গে দেখা করতে গেলে অপেক্ষা করতে হবে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও হেমা মালিনী সেদিন আসেনি।

611

সদ্য বিবাহিত স্ত্রী গৌরীকে মেকআপ রুমে বসিয়ে রেখেই শ্যুটিং শুরু হয় রাত ১১ টার সময়। আর সেই শ্যুটিং চলে রাত ২ টো পর্যন্ত। তখনও এসে পৌঁছায় না হেমা।

711

শ্যুটিং শেষ হবার পর শাহরুখ এসে দেখে গৌরী চেয়ারের মধ্যেই শুয়ে পড়েছে।নতুন শাড়ি , গা ভর্তি গয়না প্রচুর মশার কামড়ও খেতে হয়েছিল গৌরীকে।
 

811


এই অবস্থায় নিজের স্ত্রীকে দেখে রীতিমতো কেঁদে ফেলেছিলেন শাহরুখ। যদিও তখন কিছু করারও ছিল না অভিনেতার। কেরিয়ারের শুরুতে তাই মুখ বুজে সবটা সহ্য করেছিলেন।

911

 ৩০ তম বিবাহবার্ষিকীও মোটেই সুখকর নয় শাহরুখ -গৌরীর। বড় ছেলে আরিয়ান এই মুহূর্তে আর্থার রোড জেলে বন্দি, ইতিমধ্যেই তাদের জীবনে অন্ধকার সময় নেমে এসেছে।

1011

বর্তমানে মাদককান্ডে বড় ছেলে আরিয়ান গ্রেফতারের পরই খুবই খারাপ  সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। উৎসবের মরশুম বিষন্নতার আবহ চলছে মন্নতে। ছেলের জন্য কঠিন ব্রত পালন করেছেন মা গৌরী খান।

1111


 বর্তমানে মাদককান্ডে বড় ছেলে আরিয়ান গ্রেফতারের পরই খুবই খারাপ  সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। ছেলে আর্থার রোড জেলের বদ্ধ কুটুরিতেই দিন কাটাচ্ছে, যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না শাহরুখ- গৌরী।

click me!

Recommended Stories