জেলের নিয়ম মেনেই সবটা করতে হবে আরিয়ানকে। যেমন ৬ টায় ঘুম থেকে উঠতে হবে। তারপর সকাল ৭ টায় ব্রেকফাস্ট, যেখানে শিরা এবং চিড়ে দেওয়া হয় বন্দিদের। দুপুর ১১ টায় দুপুরের খাবার। এবং সন্ধ্যা ৬ টায় রাতের খাবার, যেখানে রুটি, সব্জি, ডাল, ভাত থাকে। খাবার নিতে বাকিদের মতে প্লেট রাখতে হবে নিজের সঙ্গে।