হৃদরোগেই কি মৃত্যু হল সিদ্ধার্থর, নাকি অন্য কিছু, ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে এল নয়া তথ্য

মাত্র ৪০-এই থেমে গেল সিদ্ধার্থ শুক্লার বর্ণময় জীবন। বৃহস্পতিবার সকালেই মর্মান্তিক খবরে কেঁপে উঠেছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।  'বিগ বস ১৩' র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর খবর নড়িয়ে দিয়েছে গোটা বলিউড। ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি।হাসপাতালে আনতে আনতে সিদ্ধার্থকে মৃত বলে জানান চিকিৎসকেরা। এত কম বয়সে হার্ট অ্যাটাকে কেন মৃত্যু হল ফিটনেস ফ্রিক সিদ্ধার্থর। সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সিদ্ধার্থর, ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে এল নয়া তথ্য ।

Riya Das | Published : Sep 3, 2021 5:34 AM IST / Updated: Sep 03 2021, 02:21 PM IST
19
হৃদরোগেই কি মৃত্যু হল সিদ্ধার্থর, নাকি অন্য কিছু, ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে এল নয়া তথ্য

 আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন 'বিগ বস ১৩' র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বলিউডে ফের শোকের ছায়া।   মৃত্যুকালে অভিনেতার  বয়স হয়েছিল  মাত্র ৪০ বছর।

29

বৃহস্পতিবারই মুম্বইয়ের কুপার হাসপাতালে যেতে যেতেই পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সিদ্ধার্থের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

39

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। হাসপাতালে আনতে আনতেই রাস্তায় মারা যান সিদ্ধার্থ। চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি।  ৪০ বছরেই সিদ্ধার্থর আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। 

49


তবে হাসপাতালে আনতে আনতেই ডাক্তাররা জানান, আগেই মৃত্যু হয়েছে সিদ্ধার্থ। তবে আদৌ সেটা হার্ট অ্যাটাক কিনা, নাকি অন্য কিছু লুকিয়ে রয়েছে তা ময়নাতদন্তের পরই বেরিয়ে এসেছে।

59


এত কম বয়সে হার্ট অ্যাটাকে কেন মৃত্যু হল ফিটনেস ফ্রিক সিদ্ধার্থর। সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সিদ্ধার্থর, ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে এল নয়া তথ্য।

69

হৃদরোগে আক্রান্ত হয়ে কীভাবে মৃত্যু হল সিদ্ধার্থর, তা নিয়ে ময়নাতদন্তের জন্য ডাক্তারদের একটি বেঞ্চ গঠন করা হয়েছিল। তিন জন ডাক্তার পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। আজই তদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

79

সূত্রের খবর, ময়দাতদন্তের রিপোর্টে কোন ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্তকারীরা জানিয়েছেন, এটা কোনও অস্বাভাবিক মৃত্যু হয়।  এমনকী দুজন পুলিশ অফিসারের উপস্থিতিতে ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হয়েছে।

89

অনুরাগীরা সিদ্ধার্থের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেও ময়নাতদন্তে স্পষ্ট জানা গিয়েছে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে সিদ্ধার্থ শুক্লার।ময়নাতদন্তের পর বেলা ১১ টায় সিদ্ধার্থের মরদেহ হাতে পাবেন পরিবারের লোকজন। ইতিমধ্যেই অভিনেতার বাড়ির সামনে এবং হাসপাতালে বাইরে ভিড় জমতে শুরু করেছে।

99


সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হৃদরোগেই হয়েছে তেমনটাই জানা গিয়েছিল। কিন্তু বুধবার রাতে ঘুমানোর পর সকালে আর ওঠেননি সিদ্ধার্থ। শরীরও নাকি রাতের বেলা থেকেই খারাপ ছিল। এবং আগের দিন রাতে অভিনেতার গাড়ির কাঁচ ভেঙে গিয়েছিল, যা নিয়ে জল্পনা ক্রমশ গাঢ় হচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos