অনেকদিন ধরেই মহারাজার বায়োপিক নিয়ে জল্পনা চলছিল। সৌরভকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার বায়োপিকে কাকে দেখতে চান, সৌরভের উত্তর ছিল হৃত্বিক। তবে কি হৃত্বিক রোশনকে নিজের বায়োপিকে দেখতে চান সৌরভ। বায়োপিকের জল্পনা শুরু হবার পরই এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।