অবশেষে বায়োপিকে সম্মতি সৌরভের, বলিউডের কোন অভিনেতা থাকতে চলেছেন 'মহারাজ'-এর নাম ভূমিকায়

 রাজনৈতিক চরিত্র থেকে, রূপোলি পর্দার অভিনেতা- অভিনেত্রী, খেলোয়াড়, সবাইকে নিয়েই বায়োপিকে মজেছে বলিউড। এর আগেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিকও বক্সঅফিসে সাড়া ফেলেছিল। সচীন তেন্ডুলকরের তথ্যচিত্রও বেশ জনপ্রিয় হয়েছিল। এবার পালা 'দাদা'র। আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক।অবশেষে নিজের বায়োপিকে সম্মতি দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।  বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে থাকতে চলেছেন,তা নিয়েই উত্তাল নেটদুনিয়া।
 

Riya Das | Published : Jul 13, 2021 11:36 AM
110
অবশেষে বায়োপিকে সম্মতি সৌরভের, বলিউডের কোন অভিনেতা থাকতে চলেছেন 'মহারাজ'-এর নাম ভূমিকায়

 আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক।অবশেষে নিজের বায়োপিকে সম্মতি দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 

210

এর আগেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিকও বক্সঅফিসে সাড়া ফেলেছিল। সচীন তেন্ডুলকরের তথ্যচিত্রও বেশ জনপ্রিয় হয়েছিল। এবার পালা 'দাদা'র।

310

 মহারাজকে পর্দায় দেখার উত্তেজনাও তৈরি হয়ে গিয়েছে এখন থেকেই। বলিউডের অন্যতম নামী ব্র্যান্ড ভিয়াকম-এর ব্যানারে তৈরি হবে এই ছবি।
 

410

ছবির বাজেট ২০০ -২৫০ কোটি। সূত্রের খবর ছবির কাজও নাকি অনেকটাই এগিয়ে গেছে।
 

510


অনেকদিন ধরেই মহারাজার বায়োপিক নিয়ে জল্পনা চলছিল। সৌরভকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার বায়োপিকে কাকে দেখতে চান, সৌরভের উত্তর ছিল হৃত্বিক। তবে কি হৃত্বিক রোশনকে নিজের বায়োপিকে দেখতে চান সৌরভ। বায়োপিকের জল্পনা শুরু হবার পরই এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। 
 

610

যদিও প্রাক্তন অধিনায়করে মুখ্য ভূমিকায় কাকে  দেখা যাবে তা নিয়ে জল্পনা বাড়ছে অনুরাগী মহলে। সূক্ষের খবর, সৌরভের চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে। এমনকী সৌরভের চরিত্রে রণবীরের নামও নাকি চূড়ান্ত।

710


সঞ্জয় দত্তের বায়োপিকে যেভাবে ফাটিয়ে অভিনয় করেছেন রণবীর কাপুর তারপরই কি সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য রণবীরকেই ভাবা হচ্ছে।

810

প্রথম সারির সংবাদমাধ্যমকে সৌরভ জানিয়েছেন, হ্যাঁ আমি বায়োপিকের বিষযে সম্মতি দিয়েছি। তবে পরিচালকের নাম এখনই বলা সম্ভব নয়। সব কিছু ঠিকঠাক হতে আরও কিছুদিন সময় লাগবে।

910


প্রোডাকশন হাউজের সঙ্গেও একাধিক মিটিং সেরে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছবির স্ক্রিপ্ট লেখার কাজও কিছুটা এগিয়েছে।

 

1010

 উল্লেখ্য এর আগেও সৌরভের বায়োপিক করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন একতা কাপুর। যদি সেই পরিকল্পনা পরে বাতিল হয়ে যায়। এর আগে বহুবার সৌরভের বায়োপিকের খবর শোনা গিয়েছিল। প্রি-প্রোডাকশনের কাজ শেষ হলেই শ্যুটিং শুরু হবে। আপাতত পুরো বিষয়টি গোপন রাখা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos