ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ জানান, পাঠান একটজ হাই-অকটেন-স্পাই-থ্রিলার। কিং খান জানান, এই ছবি টির অফার তাঁর কাছে এমন একটা সময় আসে, যখন তিনি ছবি করতে করতে একঘেয়ে বোধ করছিলেন। তিনি তাঁর ইন্সটা-লাইভ এসে বলেন' ছবি করতে করতে একঘেয়ে লাগছিলো, আমি খুব একটিকে এনজয় করে কাজ করছিলাম না, যেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা যখন 'পাঠান' এর শ্যুটিং শুরু করি, অ্যকশন দৃশ্য গুলি খুবই এনজয় করে শ্যুট করেছি' এই ধরনের মুভি গত তিরিশ বছর ধরে করতে চেয়েছি। আমি নিজের বিষয় সবসময় ভাবি যে আমি এ ধরনের অ্যকশন খুব ভালো ভাবেই করতে পারবো।'