Published : Aug 12, 2020, 01:26 PM ISTUpdated : Aug 12, 2020, 02:09 PM IST
কর্মাগত হুমকি আসছে বিভিন্ন মহল থেকে। কেন এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে এবার প্রশ্ন তুলল সুশান্তের পরিবার। সাধারণ পাঁচটা পরিবারের মতই জীবন কাটছিল তাঁদের। কিন্তু হঠাৎই পরিস্থিতি যেন অদ্ভুত ভাবে পাল্টে গেল। বাড়ির ছোট সদস্য আজ আর নেই। অথচ পুলিশ কোনও সহযোগিতাই করছে না উপরুন্ত মিলছে হুমকি, আবারও মুখ খুলছে পরিবার। ৯ দফার অভিযোগে কী কী লিখলেন পরিবার...