কল রেকর্ডে ধরা পড়ল আমির খানের নম্বর, বলিউডের আর কাদের সঙ্গে হাত রয়েছে রিয়ার

Published : Aug 12, 2020, 12:11 PM ISTUpdated : Aug 12, 2020, 12:14 PM IST

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সুশান্তের পরিবার এবার ফুঁসে উঠেছে রিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে ১৬ দফা  বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেতার বাবা। ইতিমধ্যেই  দুবার ইডির জেরার মুখে পড়েছে অভিনেত্রী সহ তার বাবা ও ভাই। এবার অভিনেত্রীর কল রেকর্ড থেকে বেরিয়ে এসে বিস্ফোরক তথ্য। সম্প্রতি রিয়ার কল লিস্ট থেকে দেখা গেছে বলিউডের তাবড় তাবড় প্রভাবশালীদের সঙ্গে যোগ ছিল রিয়ার। সেই তালিকায় প্রথমেই রয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আর কাদের সঙ্গে টেলিফোনিক যোগাযোগ ছিল রিয়ার,তা নিয়েই বাড়ছে জল্পনা।

PREV
110
কল রেকর্ডে ধরা পড়ল আমির খানের নম্বর, বলিউডের আর কাদের সঙ্গে হাত রয়েছে রিয়ার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে একের পর এক রহস্য বেরিয়ে আসছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রিয়া চক্রবর্তীর কল রেকর্ড।

210

রিয়া কললিস্ট থেকে জানা গেছে, বলিউডে তাবড় তাবড় প্রথমসারির ব্যক্তিত্বদের সঙ্গেই রিয়ার যোগাযোগ ছিল। সেই তালিকায় প্রথমেই রয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। 

310


তবে শুধু আমির খানই নয়, শ্রদ্ধা কাপুর, আদিত্য রায় কাপুর, রকুলপ্রীত, রানা ডগ্গুবতির নামও কললিস্টে উঠে এসেছে।

410

সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিহার থেকে চারজন সদস্যের তদন্তকারী দল তদন্তের জন্য মুম্বইয়ে এসেছে। বিহার সরকারের সুপারিশে সম্মতি দিয়ে মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে মোদি সরকার।

510

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, রিয়ার কল রেকর্ড বলছে,  অভিনেত্রী একবার আমির খানকেও ফোন করেছিলেন। এবং তার উত্তরে তিনটি এসএমএসও করেন অভিনেতা।

610

সুশান্ত সিং রাজপুত মামলায় প্রথম থেকেই দূরে ছিলেন তিন খান। স্বজনপোষণ বিতর্কে সলমনের নাম জড়ালেও আমির বরাবরই বিতর্ক থেকে দূরে ছিলেন। কিন্তু এবার জল্পনা দানা বাঁধতে শুরু করেছে।

710

ঠিক কি কারণে আমিরকে ফোন করেছিলেন রিয়া, তা নিয়েও বাড়ছে জল্পনা। বলিউডের ঘনিষ্ঠ মহলের সঙ্গেও বেশ ভালই ওঠাবসা ছিল রিয়ার, তা স্পষ্ট।

810


এছাড়াও রকুলপ্রীতের সঙ্গে মোট ৪৪ বার কথা হয় রিয়ার। ফোন ছাড়াও এসএমএসেও যোগাযোগ ছিল অভিনেত্রীর।

910

ইতিমধ্যেই দুবার ইডির জেরার মুখে পড়েছে অভিনেত্রী সহ তার বাবা ও ভাই। আদিত্য রায় কাপুরের সঙ্গে ১৬ বার ফোনে কথা হয়েছে বলে জানাচ্ছেন সিডিআর। এছাড়াও শ্রদ্ধা কাপুরের সঙ্গে যোগাযোগ ছিল।

1010


এছাড়া যাকে নিয়ে হাজারো বিতর্ক সেই বিখ্যাত পরিচালক মহেশ ভাটের সঙ্গে শুধু জানুয়ারি মাসে ১৬ বার কথা হয়েছে রিয়ার।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories