Published : Aug 12, 2020, 01:26 PM ISTUpdated : Aug 12, 2020, 02:09 PM IST
কর্মাগত হুমকি আসছে বিভিন্ন মহল থেকে। কেন এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে এবার প্রশ্ন তুলল সুশান্তের পরিবার। সাধারণ পাঁচটা পরিবারের মতই জীবন কাটছিল তাঁদের। কিন্তু হঠাৎই পরিস্থিতি যেন অদ্ভুত ভাবে পাল্টে গেল। বাড়ির ছোট সদস্য আজ আর নেই। অথচ পুলিশ কোনও সহযোগিতাই করছে না উপরুন্ত মিলছে হুমকি, আবারও মুখ খুলছে পরিবার। ৯ দফার অভিযোগে কী কী লিখলেন পরিবার...
আবারও অভিযোগ দায়ের করা হল সুশান্তের পরিবারের পক্ষ থেকে। ৯ দফার অভিযোগ জুরে এবার কেবলই দুঃখের কথাই তুলে ধরল পরিবার।
28
এখানে সবার আগে উল্লেখ থাকে কীভাবে এক মধ্যবিত্ত পরিবারের মা-বাব সন্তানের স্বপ্নের পেছনে নিজের সর্বস্য উজার করে দিয়ে থাকেন।
38
কীভাবে সুশান্ত ধীরে ধীরে অভিনেতা হয়ে উঠলেন, সেই কথাও এই অভিযোগে দায়ের করা রয়েছে। কিন্তু সুশান্তের পরিবারের কথায়, এই ঘটনা যেন শত্রুর সঙ্গেও না ঘটে।
48
মুম্বই পুলিশের যখন কথা ছিল তদন্ত করার তখন তারা ব্যস্ত ছিলেন মরদেহের ছবি তুলতে। দুমাস কেটে গেলেও কোনও এফআইআর কেউ লিখল না।
58
ক্রমাগত হুমকি পাচ্ছে পরিবারের সদস্যরা। সুশান্তকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে।
68
পাশাপাশি তাঁরা এও জানান, রাজনৈতিক যোগ রযেছে, রয়েছে উপর মহলের চাপ, তাই কাজ করছে না মুম্বই পুলিশ, কোন নথি কেন তারা দিতে রাজি নয়।
78
সুশান্তকে পাগল সাজানোর পথেই এগিয়েছে এই দল। মানসিক হাসপাতালেও হয়তো পাঠিয়ে দিত। একবছর ধরে সুশান্তের থেকে টাকা নিয়ে গিয়েছে ওরা।
88
দামী উকিল রেছে কেন এত রাখঢাক। কিছু যদি নাই থাকে, তবে কিসের এতো লুকোচুরি, প্রশ্ন তুলছে সুশান্তের পরিবার, বিচারের অপেক্ষায় দিন গুণছে ভক্তমহল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।