একদিনে ভাঙা হল সুশান্তের ৪ কোটি টাকার এফডি, উত্তর দিতে পারছেন রিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে ক্রমশ রিয়া চক্রবর্তীর দিকে উঠছে অভিযোগের আঙুল। ইডি-র জেরায় জটিলতর হচ্ছে এই তদন্ত। নিজের উত্তরে ইডি অফিসারদের সন্তুষ্ট করতে পারেননি রিয়া। ফের বেরিয়ে এল নয়া তথ্য। যার জেরে সন্দেহের বীজ বপণ হয়েছে ইডি অফিসারদের মনে। সুশান্তের একটি চার কোটি টাকার ফিক্সড ডিপোসিট ভাঙা হয়েছে একদিনে। কেন এত টাকার ফিক্সড ডিপোজিট একদিনের মধ্যেই ভাঙতে হল সুশান্তকে। এই নিয়ে রিয়া এবং প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। 

Adrika Das | Published : Aug 12, 2020 7:57 AM IST / Updated: Aug 12 2020, 02:09 PM IST
18
একদিনে ভাঙা হল সুশান্তের ৪ কোটি টাকার এফডি, উত্তর দিতে পারছেন রিয়া

ইডি-র তলবে রিয়াকে দু'বার জেরা করা হয়েছে। অন্যদিকে সুশান্ত এবং রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতিকেও তলব করে ইডি। তাঁদের প্রশ্ন করতেই বেরিয়ে আসে বিভিন্ন তথ্য। 

28

ইডি তদন্তে জানা গিয়েছে সুশান্তের চার কোটি টাকার ফিক্সড ডিপোজিট ভাঙা হয়েছে। একদিনের মধ্যে কেন এই ফিক্সড ডিপোজিট ভাঙা হল সেই নিয়ে প্রশ্ন তুলছে ইডি। 

38

২০১৯ সালের ২৬ নভেম্বর সাড়ে চার কোটির এফডি ভাঙা হয়। ইডি-র কথায়, পুরনো একটি এফডি ভেঙে এক কোটি টাকার নতুন দু'টি এফডি করা হয়।

48

সুশান্তের এই ফিক্সড ডিপোজিট ভাঙা নিয়ে শ্রুতিকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব দিয়ে দেন, সুশান্তের ব্যাঙ্কের কাজের দায়িত্বভার তাঁর উপর ছিল না। 

58

এছাড়া একই প্রশ্ন রিয়াকে করা হলে তিনিও জানান, এ বিষয় তিনি কিছুই জানেন না। ফিক্সড ডিপোজিট কেন ভাঙা হয়েছিল তা একমাত্র সুশান্তই জানতেন। 

68

অন্যদিকে, রিয়া চক্রবর্তীর মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে অধিকাংশ চ্যাট। কাদের সঙ্গে কী ধরণের চ্যাট ডিলিট করে দেওয়া হয়েছে সুশান্তের মৃত্যু তদন্ত শুরু হওয়ার পর, প্রশ্ন ইডি-র। 

78

জিজ্ঞাসাবাদে আরও বেরিয়ে আসে, সুশান্তের মানসিক অবস্থার অবনতি নাকি ইউরোপের ট্রিপ থেকেই দেখা দেয়। সেই সময় এক হাতে তাঁকে  সামলাতে পারেননি রিয়া। 

88

ইতিমধ্যে রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং ভাই সৌভিকের মোবাইল, ল্যাপটপ, ট্যাব যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করে ইডি। তাঁদেরকেও করা হচ্ছে জেরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos