জাহ্নবীর জিমে এন্ট্রি থেকে এক্সিট, সবেতেই নজর থাকে পাপারাতজিদের তীক্ষ্ণ নজর। কোন দিন কোন ড্রেসে ঠিক কী রকম লুকে জাহ্নবী এন্ট্রি নিচ্ছেন সেটা হয়ে ওঠে পেজ থ্রি-র আলোচনার বিষয়। আর হবে নাই বা কেন, অভিনয় জগতে তো শুরুর দিন থেকেই দাপিয়ে রাজত্ব চলছে তাঁর। সেই জন্যই বলিপাড়ার এই তারকার ওপর পাপারাতজিদের একটা স্পেশাল ফোকাস থেকেই যায়।