নেহা ধুপিয়াঃ ২০০২ সালে মিস ইন্ডিয়া খেতাব। তারপর বলিউডের প্রতিযোগীতায় পা দিয়েছিলেন। প্রথমদিকে তার বোল্ডনেস বেশ অনেককেই ছাঁপিয়ে গিয়েছিল। যেমন কায়ামত, জুলি, গরম মশালার মতো ছবিতে হট ও বোল্ড দৃশ্যে নজর কেড়েছিলেন নেহা। তারপরই কেমন জানি ফিকে হতে থাকেন তিনি। তবে বর্তমানে মডেলিং শো এবং রিয়্যালিটি শো-এর বিচারক হয়েছেন তিনি। এবং বেশ কয়েকটি ছবিতে ক্যামিও রোলেও দেখা গেছে নেহাকে।