রবিবার সকাল থেকেই ঝড়ের বেগে পাল্টে যায় আরিয়ান খানের জীবন। শাহরুখ পুত্রকে ঘিরে এদিন সকাল থেকেই থাকে নানান জল্পনা। মাদক কাণ্ডে নাম জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসা। পাঠান শ্যুট বাতিল করে মুম্বইতে থেকে যান কিং খান। ছুঁটে আসেন সলমনও। তারপর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা, এখনও আরিয়ানের জামিন অনিশ্চিত।