কোর্টে তোলার আগে মেডিক্যাল টেস্ট, আরিয়ানের সঙ্গেই কোর্টে গৌরী, বাড়তে পারে হেফাজতের মেয়াদ

রবিবার সকাল থেকেই ঝড়ের বেগে পাল্টে যায় আরিয়ান খানের জীবন। শাহরুখ পুত্রকে ঘিরে এদিন সকাল থেকেই থাকে নানান জল্পনা। মাদক কাণ্ডে নাম জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসা। পাঠান শ্যুট বাতিল করে মুম্বইতে থেকে যান কিং খান। ছুঁটে আসেন সলমনও। তারপর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা, এখনও আরিয়ানের জামিন অনিশ্চিত।

Jayita Chandra | Published : Oct 4, 2021 9:23 AM IST / Updated: Oct 04 2021, 02:57 PM IST
19
কোর্টে তোলার আগে মেডিক্যাল টেস্ট, আরিয়ানের সঙ্গেই কোর্টে গৌরী, বাড়তে পারে হেফাজতের মেয়াদ

নার্কোটিক্সের (NCB) জালে আরিয়ান খান। ক্রজ পার্টিতে মাদন কাণ্ডে জড়িয়ে পড়ে কিং খানের (Shahrukh Khan) পুত্রে নাম। আরিয়ন সবটাই জানায় এনসিবি-কে। তাঁর কথায়, তিনি ছিলেন অতিথি। 

29

তবে ফোন থেকে মেলে অন্য তথ্য। নার্কোটিক্স, এই ঘটনার সঙ্গে সঙ্গেই শাহরুখ পুত্রের ফোন বাজেয়াপ্ত করে, আর সেখান থেকেই মেলে যাবতীয় তথ্য। 

39

এরপরই সামনে আসে আরিয়ানকে হেফাজতে নেওয়ার খবর, সোমবার তোলা হবে কোর্টে। তেমনটাই স্থির ছিল। যথা সময় এদিন হাসপাতালে পৌঁছান আরিয়ান ও তাঁর বন্ধুরা। 

49

কোর্টে তোলার আগে নিয়মমাফিক মেডিক্যাল টেস্ট (mediacl test)  করানো। হয়। তারপরই কোর্টে হাজির করা হয় আরিয়ান খানকে। 

59

সেখানে উপস্থিত রয়েছেন বর্তমানে গৌরী খান (Gauri Khan)। শাহরুখ খান বাইরে না গেলেও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেননি।  

 

69

সূত্রের খবর অনুযায়ী মাত্র ২ মিনিট কথা হয়েছে শাহরুখের সঙ্গে আরিয়ানের। গ্রেফতার হওয়ার পরই বাবার সঙ্গে কথা। 

79

সোমবার কোর্টেরর রায়ের দিকেই তাকিয়ে এখন সমগ্র বিটাউন। কী বিচার হতে চলেছে, তা নিয়ে সামনে এখনও কোনও খবর আসেনি। 

89

তবে সূত্র মারফত জানা যাচ্ছে আজও এনসিবি (NCB) হেফাজতে নিতে পারে আরিয়ানকে। অন্য দিকে ড্রাগ কান্ডে জড়ানোর পর নেট দুনিয়ায় ট্রেন্ডে আরিয়ান (Aryan Khan)। 

99

সকাল থেকেই এদিন টুইটে ভরছে একটাই ট্যাগ, 'We stand with Shah Rukh Khan' আমরা শাহরুখের পক্ষে। এখন দেখার কোন পথে এগোয় তদন্তের মোড়। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos