আচমকা হাসপাতালে ভর্তি উরফি জাভেদ, হঠাৎ কি এমন হলো তাঁর?

Published : Aug 07, 2022, 01:45 PM ISTUpdated : Aug 07, 2022, 01:47 PM IST

উরফি সবসময়েই কিছু না কিছু চমক দেন তাঁর ভক্তদের, এবারও তার ব্যতিক্রম হলো না, তবে এবারের চমক টা একটু সিরিয়াস, সম্প্রতি উরফি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যেখানে জানা যাচ্ছে তিনি হসপিটালে ভর্তি রয়েছেন। কিন্তু হঠাৎ কি হলো তাঁর? আসুন জেনে নি। 

PREV
16
আচমকা হাসপাতালে ভর্তি উরফি জাভেদ, হঠাৎ কি এমন হলো তাঁর?

শনিবার, ৬ আগস্ট টেলিভিশন অভিনেত্রী তথা বিগবস খ্যাত উরফি জাভেদ হাসপাতালে ভর্তি হয়েছেন। উরফি নিজের একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা  যাচ্ছে তিনি হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন, সামনে সাজানো রয়েছে খাবার। পাশে চলছে স্যালাইন। 

26

ফটো পোস্ট করে উরফি ক্যাপশন দিয়েছেন, 'গট টু মাচ টাইম হোয়াইল আম হিয়ার, ইয়েস ইটস হ্যাপেন্ড, আই কেপট ইগনোরিং মাই হেলথ অ্যন্ড নাও।' যদিও অভিনেত্রী তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার এখনো অবধি কোনো নির্দিষ্ট কারণ বলেননি। 

36

ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, উরফির ধুম জ্বর এসেছিল, প্রায় ১০২-১০৪ টেম্পারেচার উঠেছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন তাঁর অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে রোগ নির্ণয়ের জন্য। তাঁর অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই খবরে  থাকেন তিনি

46

উরফির আউটফিট-চয়েস সবসময়েই চর্চায় থাকে। তাঁর অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই খবরে  থাকেন তিনি। তবে তাঁর এই লুক গুলি ভক্তরা কিন্তু বেশ প্রশংসা করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

56


উরফি জাভেদ সম্প্রতি চাহাত খান্নার সঙ্গে বচসায় জড়িয়েছিলেন, যিনি উরফিকে সেলেব্রিটি তকমা দেওয়ায় মিডিয়ার উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। উরফি ইনস্টাগ্রামে লিখেছিলেন, আমি অনুগামীদের কিনি না।আমি আমার ইন্টারভিউ-এর জন্য একটা ড্রেস পড়েছিলাম এতে তোমার মাথা ঘামানোর কিছু হয়নি, তুমি আমাকে হিংসা করো, কারন প্যাপদেরকে তুমি টাকা দেওয়ার পরও তাঁরা তোমাকে নিয়ে কোনো নিউজ কভার করছেনা। শুনে রাখো চাহাত খান্না যে যাই করুক 'দ্যাটস নান অফ ইওর বিজনেস, রণবীর সিং-এর জন্য কোনো স্টোরি আপলোড করছো না কেন তুমি?, তোমার হিপোক্রেসি দেখাও, দেখো তোমার দুটো ডিভোর্স বা  নিজের থেকে বয়সে ছোট ছেলেদের ডেট করার জন্য তোমাকে জাজ করিনি। তালে আমাকে কেন জাজ করছো তুমি?'

66

চাহত খান্না আগে উরফির একটি ছবি পাট করে লিখেছিলেন, এগুলো কে পড়ে? যে কেউ গায়ের থেকে কাপড় খুলে ফেলবে আর মিডিয়া তাঁদের কে 'সেলেব্রিটি' বানিয়ে দেবে?ইন্ডিয়ান মিডিয়া কি এতোই সস্তা? যে কেউ তাঁর চিপ পাবলিসিটির জন্য মিডিয়াকে কিনে নেওয়া খুবই সহজ এখন, যে কেউ মিডিয়াকে পে করবে এবং নিউড হয়ে যা খুশি করবে এবং মিডিয়া সেটাকে খবর করবে? এটা খুবই দুঃখজনক, ভগবান আপনাদের শুভ বুদ্ধির উদয় করুক।'
 

click me!

Recommended Stories