বিয়ের পর প্রথম হোলি। স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে প্রথম হোলি সেলিব্রেশনে করছেন মৌনি রায়। নিজের ইনস্টাগ্রামে প্রথম হোলি উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মৌনি রায়। যেখানে হাতে আবির লাগিয়ে স্বামীর পাশে ঘনিষ্ঠ অবস্থায় পোজ দিয়েছেন মৌনি রায় (Holi Celebration 2022 )। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে স্বামী সূরজের পা ছুঁয়ে আবির লাগাচ্ছেন মৌনি রায়। হোলির ছবিতে দুজনকেই সাদা পোশাকে দেখা গেছে, শুধু তাই নয় অভিনেত্রীর হাতেও জ্বলজ্বল করছে শাখা ও পলা।