এই খবর সামনে আসার পরই উর্বশী (Urvashi Rautela) ভক্তরা বেজায় খুশি, কমেন্ট বক্স ভরে উঠছে শুভেচ্ছা বার্তায়। এক ভক্ত এসে কমেন্ট বক্সে লিখেই বসলেন, এটা ভারতের জন্য বড় প্রাপ্তী, কিন্তু দয়া করে দেখবেন, যাবে ভারতই জেতে। ২০১৩ সালে প্রথম তিনি বললিউডে পা রেখেছিলেন, তখন থেকেই শুরু পথ চলা।