কটাক্ষের জবাবে উর্বশী সটান (Urvashi Rautela) জানিয়েছেন, লাভ বাইট-এর খবরটি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। এবং এর পাশাপাশি তিনি আরও বলেন এরকম মিথ্যা খবর ছাপানোর বদলে এখনও পর্যন্ত তিনি যা সাফল্য পেয়েছেন সেইগুলো নিয়ে আলোচনা করলে আরও ভালো হয়। এখানেই থামেননি তিনি, সেই সংবাদমাধ্যম যেন তার কাছে ক্ষমা চায়, সেই দাবিও তুলেছেন উর্বশী রাউতেলা।