চন্ডীগড়ে কোয়ারেন্টাইনে বরুণ, কোভিড আক্রান্ত নীতুকে তড়িঘড়ি মুম্বই নিয়ে এলেন রণবীর

Published : Dec 05, 2020, 10:31 PM IST

করোনা আবহের সমস্ত সেটেই গুটিকতক লোক নিয়ে সামাজিক দূরত্ব মেনে, সমস্ত কিছু স্যানিটাইজ করেই চলছে শ্যুটিং। এর মধ্যে বাঁধল গোল। বলিউড ছবি 'যুগ যুগ জিয়ো'র তারকারা আক্রান্ত হয়েছেন কোভিডে। বরুণ ধাওয়ান, নীতু কাপুর, সহ ছবির পরিচালক রাজ মেহতা আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। পরিচালক এবং ছবির মূল অভিনেতা অভিনেত্রীরা কোভিড পজিটিভ হওয়ার পর ছবির গিয়েছে থেমে। কোভিডে আক্রান্ত হওয়ার পর চন্ডীগড়ে কোয়ারেন্টাইনে থাকছেন বরুণ। 

PREV
18
চন্ডীগড়ে কোয়ারেন্টাইনে বরুণ, কোভিড আক্রান্ত নীতুকে তড়িঘড়ি মুম্বই নিয়ে এলেন রণবীর

বরুণের পাশাপাশি পরিচালকও চন্ডীগড়েই কোয়ারেন্টাইনে রয়েছেন। সুস্থ হয়ে ওঠা অবধি সেখানেই থাকবেন তাঁরা।

28

বরুণের পাশাপাশি পরিচালকও চন্ডীগড়েই কোয়ারেন্টাইনে রয়েছেন। সুস্থ হয়ে ওঠা অবধি সেখানেই থাকবেন তাঁরা।

38

নীতু কাপুরের বয়স ৬২। কোভিডে আক্রান্ত হওয়ার পর তাঁকে চন্ডীগডে রাখার সঠিক সিদ্ধান্ত নয় বলেই মনে করছেন রণবীর। 

48

মুম্বইতে এনে ডাক্তার এবং হাসপাতালের সঙ্গে কথা বলেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে নীতুকে।

58

ফিল্ম সেটের ক্রিউয়েরও ফের কোভিড পরীক্ষা করানো হবে বলেই জানা যাচ্ছে। ছবির মুখ্য অভিনেতাদের মধ্যে একজন অনিল কাপুরের কথায় তিনি কোভিডে আক্রান্ত হননি। 

68

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, "সবটাই গুজব। আমি কোভিডে আক্রান্ত হইনি। সকলের পাশে থাকার জন্য এবং শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।" 

78

বরুণ, নীতুর মধ্যে কেউই কোনও অফিসিয়াল স্টেটমেন্ট দেননি। তবে অনিলের সুরে সন্দেহ জেগেছে সকলের। 

88

ছবিতে তিন জনের পাশাপাশি রয়েছে কিয়ারা আডভানি, মনিশ পল, প্রাজাক্তা কোহলি। ছবির প্রযোজনায় রয়েছেন করণ জোহার। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories