বলিউড অভিনেত্রী বিদ্যা বালনকে নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে। সমালোচনা যেন তার পিছু ছাড়ে না। শরীরের বাড়তি ওজন থেকে পোশাকের জন্য বারবার কটাক্ষের মুখে পড়েছেন বিদ্যা। একাধিক কাটাছেড়া চরিত্রে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দাপুটে অভিনেত্রীর তকমা লাগিয়েছেন বিদ্যা বালন (Vidya Balan)। স্পষ্টবাদী, ঠোঁটকাটা হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি অভিনেত্রী বিদ্যা-বালনের। বি-টাউনে তার রাজত্বের কথা কেউ টেরও পায়নি একদিন। অথচ তিনিই এখন সকলের 'পরিণীতা' থেকে 'শেরনি'। বলিউডে সাফল্য পেলেও বিদ্যার অভিনয়ের কেরিয়ারের যাত্রাপথ অতটাও সহজ ছিল না। হাজারো ব্যর্থতা টপকে তিনি আজ বলিউডের 'শেরনি'। নিজের তিক্ত অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন বিদ্যা বালন। বলিউড প্রযোজকের কাজ থেকে এতবার এতটাই অপমানিত হয়েছিলেন যে একটানা ৬ মাস নিজেকে আয়নায় দেখতেও ইচ্ছা হতো না। কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়টায় নিজেক কীভাবে সামলেছিলেন বিদ্যা বালন, তা নিজেই শেয়ার করলেন বলিউডের 'শেরনি'।