Aryan Khan Drug Case: জেলের বাথরুমে সমস্যা, এড়িয়ে যেতে কী করছেন স্টারকিড আরিয়ান
স্টারকিড বলে কথা, শাহরুখ খানের পুত্র, ফলে তাঁর লাইফস্টাইল ঠিক কেমন হতে পারে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই ছেলের আশ্রয় এখন জেল। কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কার মুখে, মানসিক ও শারীরিকভাবে বিদ্ধস্ত আরিয়ান, কী করছেন জেলে!
Jayita Chandra | undefined | Published : Oct 28, 2021 11:45 AM
110
শাহরুখ খানের (shah Rukh Khan)পুত্র বলে কথা। আলিশান মান্নাতে (Mannat) তার বেড়ে ওঠা। ছোট থেকে বিলাসবহুল জীবন যাত্রায় করে এসেছে আরিয়ান খান। তার প্রত্যেকটা জীবনের ধাপে জড়িয়ে রয়েছে কেবলই বিলাসিতা।
210
এই পরিস্থিতিতে খান পুত্র (Aryan Khan)যখন নিজের জীবন নিজের মতো করে কাটাতে শুরু করে ক্যারিয়ারের দিকে নজর দিতে শুরু করে, ঠিক তখনই ঘটে ছন্দপতন।
310
বড় সমালোচনার মুখে পড়তে হয় আরিয়ান খানকে (Aryan Khan)। এক কথায় যাকে বলে কেরিয়ারে ব্ল্যাক স্পট (Black Spot)। সারা জীবনের জন্য আরিয়ান খান এর নামের সঙ্গে জড়িয়ে যায় কয়েদি নামক তকমাটি।
410
আন্তর্জাতিক জলস্তর এর উপর ক্রজ পার্টিতে ব্যস্ত থাকা আরিয়ান ভাবতেও পারিনি পরের দিন রাত টা কাটবে জেলে (Jail)। এনসিবি (NCB) সেখান থেকে আটক করে খান পুত্রকে।
510
এরপর কেটে গেছে প্রায় একমাস জেলের ভেতর কিভাবে মানিয়ে নিয়েছে আরিয়ান খান(Aryan Khan)! আদেও কি মানিয়ে নিতে পারছেন তিনি! প্রশ্ন যখন একাধিক মহলে তখনই ভেতর থেকে তথ্য ফাঁস।
610
জেলে আর পাঁচটা কয়েদির (Criminal)সঙ্গেই রাখা হয়েছে আরিয়ান খানকে(Aryan Khan)। জেলের বাথরুম থেকে জেলের পরিস্থিতি সবটাই বড্ড বেশি অস্বস্তিকর আরিয়ানের জন্য। তাই বারে বারে কান্নায় ভেঙে পড়েছে আরিয়ান।
710
যেতে পারছেন না বাথরুমেও, তাই যতটা সম্ভব এড়িয়ে যাচ্ছেন জল পান করা। খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবেন এই আশায় প্রথম তিন দিন স্নান করেননি আরিয়ান খান (Aryan Khan)। কিন্তু ভাগ্যে তেমনটা লেখা ছিল না।
810
আর্থার জেল সূত্র অনুযায়ী আরিয়ান খান (Aryan Khan) খুব কম পরিমাণ জল পান করেন। পাশেই রাখা থাকে জলভর্তি বটল। যাতে বাথরুম কম যেতে হয় সেই জন্যই মেপে মেপে জল পান করছেন আরিয়ান।
910
এখানেই শেষ নয়, জেলের খাবারও তিনি মুখে তুলতে পারছেন না। যার ফলে যতটা সম্ভব না খেয়ে থাকার চেষ্টা করছে আরিয়ান খান। যার ফলে বারেবারে শাহরুখ খান আবেদন করেছিলেন বাড়ির খাবার পাঠানোর জন্য।
1010
যদিও তাতে মেলেনি কোনো রকমের সম্মতি। শেষ পর্যন্ত সাড়ে চার হাজার টাকা ছেলের খাবার খরচা বাবদ শাহরুখ খান তুলে দিয়েছিলেন। আর এই শোকের বাড়িতে এক প্রকার রান্না খাওয়া বন্ধ করে বসে রয়েছেন গৌরী খান।