দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য টিকল না আমির খানের। ফের কিরণের সঙ্গেও দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন আমির খান। স্ত্রী কিরণকে ছাড়তে কত টাকা খসল আমিরের, তা জানতেই মুখিয়ে নেটিজেনরা। কিন্তু দ্বিতীয় স্ত্রীকে ছাড়ার কারণ এবং খোরপোশের অঙ্ক কোনওটাই এখনও প্রকাশ্যে আসেনি। বরং দুজনেই জানিয়েই, এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। যেখানে আমরা স্বামী-স্ত্রী হিসেবে নয় বরং আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে থাকব। দাম্পত্য জীবনে ইতি টানলেও একে অপরের পরিবারের অংশ হিসেবে থাকবেন তারা, পাশাপাশি নিজেদের একমাত্র সন্তান আজাদ খানেরও সমস্ত দায়িত্বও থাকবে দুজনের উপরেই।