Published : Nov 03, 2020, 04:01 PM ISTUpdated : Nov 03, 2020, 04:05 PM IST
বলি অভিনেত্রী কাজল বর্তমানে অজয় দেবগণকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। তাদের প্রথম দেখা থেকে একে অপরের সঙ্গে অন্য সম্পর্কে থাকাকালীন মন বিনিময়, এই কাহিনি সকলেরই জানা। বাড়ির মত না থাকা সত্ত্বেও গাটছড়া বাঁধেন বলিউডের এই জুটি। কিন্তু অনেকেই হয়তো জানেন না অজয় দেবগণ কাজলের প্রথম প্রেম ছিলেন না। বরং বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কই কাজলের ক্রাশ ছিল, কে সেই অভিনেতা। জেনে নিন সেই অজানা কাহিনি।