অজয় নয়, বলিউডের এই হ্যান্ডসামই ছিলেন কাজলের 'ক্রাশ', কে সেই ব্যক্তি

Published : Nov 03, 2020, 04:01 PM ISTUpdated : Nov 03, 2020, 04:05 PM IST

বলি অভিনেত্রী কাজল বর্তমানে  অজয় দেবগণকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। তাদের প্রথম দেখা থেকে একে অপরের সঙ্গে অন্য সম্পর্কে থাকাকালীন মন বিনিময়, এই কাহিনি সকলেরই জানা। বাড়ির মত না থাকা সত্ত্বেও গাটছড়া বাঁধেন বলিউডের এই জুটি। কিন্তু অনেকেই হয়তো জানেন না  অজয় দেবগণ  কাজলের প্রথম প্রেম ছিলেন না। বরং বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কই কাজলের ক্রাশ ছিল, কে সেই অভিনেতা।  জেনে নিন সেই অজানা কাহিনি।

PREV
17
অজয় নয়, বলিউডের এই হ্যান্ডসামই ছিলেন কাজলের 'ক্রাশ', কে সেই ব্যক্তি

জনসাধারণের সামনে নিজেদের ভালবাসা না দেখালেও বলিউডের কাজল এবং অজয় জুটি আজও জনপ্রিয় জুটির শীর্ষে।
 

27


এখনও পর্যন্ত বি-টাউনে তাদের জনপ্রিয়তা একই রয়েছে। এমনকী ১৯ বছর পেরিয়ে গেলেও কাজলের সঙ্গে তার ভালবাসাতেও একটুও ভাটা পড়েনি।

37

তবে অজয় নন, বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতার উপরই ক্রাশ ছিল কাজলের। করণ জোহরই তা প্রকাশ্যে এনেছিলেন।

47


কপিল শর্মার শো-তে কাজলের গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন করণ। করণ জানিয়েছিলেন একটি সিনেমার প্রিমিয়ারে কাজলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। 

57

সেখানেই বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে দেখে ক্রাশ খেয়েছিলেন কাজল।

67

কাজল নিজেও জানিয়েছিলেন, আমরা দুজনেই দক্ষিণ মুম্বইতে ছিলাম, সেখান থেকেই বন্ধুত্ব আরও বেড়েছিল।

77

যদিও ও এসব এখন অতীত। বর্তমানে  কাজল তার পরিবার ও ছেলে মেয়ে নিয়ে ভীষণ হ্যাপি রয়েছে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories