শাহরুখের সঙ্গে নাচতে গিয়ে এতো বড় ক্ষতি, সকলের সামনেই কাজলের গালে অজয়ের চড়
পর পর দুবার মিসক্যারেজ হয় কাজলের। প্রথম বার এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছিলেন কাজল। পাশে দাঁড়িয়েছিলেন অজয়। কিন্তু কিছুদিনের মধ্যেই আবারও অন্তঃসত্ত্বা হন কাজল। কিন্তু সেবার যখন একই ঘটনা ঘটান তখন রাগ আর চেপে রাখতে পারেননি অজয় দেবগণ।
Jayita Chandra | undefined | Published : May 9, 2021 8:28 AM
19
কাজলের সঙ্গে অজয় দেবগণের বিয়ের পর খুব বেশি ছবি শাহরুখের সঙ্গে করতে দেখা যায়নি অভিনেত্রীকে।
29
বিয়ের পরই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই দুই তারকা। কিন্তু প্রথম সন্তান নেওয়ার কয়েকদিনের মধ্যেই তা মিসক্যারেজ হয় যায়।