বলিউডের 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়া এখন ব্যস্ত রয়েছেন নিজের আত্মজীবনী আনফিনিশড-এর প্রচার নিয়ে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকেই বইটি কিনতে পারবেন ক্রেতারা। ছবির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। বইয়ের প্রচারের ভার্চুয়াল ট্যুরেই নিজের জীবনের ব্যক্তিগত মুহূর্ত সকলের সঙ্গে তুলে ধরলেন পিগি চপস। প্রথম ডেটে নিকের স্পর্ধা দেখে রীতিমতো হতবাক হয়ে গেছিলেন প্রিয়ঙ্কা, কী এমন করেছিলেন নিক, জানলে আপনিও চমকে যাবেন।