Published : Jul 31, 2021, 09:00 AM ISTUpdated : Jul 31, 2021, 09:04 AM IST
বলিউডের প্রথমসারির অভিনেত্রী ইয়ামি গৌতম যে এমনটা করতে পারে তা হয়তো ভুল করেও কেউ টের পায়নি। এতটা গোপনীয়তাও যে রাখা যায় সম্পর্কের মধ্যে তা যেন চোখে আঙুল দিনে প্রমাণ করে দিলেন। করোনাকালে জুন মাসের শুরুতেই চুপিসাড়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ইয়ামি গৌতম। উরি:দ্য সার্জিকাল স্ট্রাইক পরিচালক আদিত্য ধরের গলাতেই মালা দিয়েছেন ইয়ামি গৌতম। কিন্তু কেন দীর্ঘ ৩ বছরের সম্পর্ককে এতটা আড়াল করে রেখেছিলেন শোবিজ দুনিয়া থেকে। যা নিয়ে আজও চর্চা। তবে বিয়ের নাকি কোনও প্ল্যানই ছিল না। সবটাই নাকি একদিনের আয়োজন, তাও আবার কারোর নির্দেশে। তড়িঘড়ি কেন এই বিয়ে করতে বাধ্য হলেন ইয়ামি গৌতম। বিয়ের একমাসের মধ্যেই ফাঁস হয়ে গেল গোপন সত্য।
করোনার মধ্যেই চুপিসাড়ে বিয়ে সেরে নিয়েছিলেন ইয়ামি গৌতম। উরি:দ্য সার্জিকাল স্ট্রাইক পরিচালক আদিত্য ধরের গলাতেই মালা দিয়েছেন ইয়ামি গৌতম। কিন্তু কেন দীর্ঘ ৩ বছরের সম্পর্ককে এতটা আড়াল করে রেখেছিলেন শোবিজ দুনিয়া থেকে। যা নিয়ে আজও চর্চা।
210
অল্প কয়েকদিনের নয়, বরং তিন বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। তবু টের পায়নি কেউই। কোনও প্রতিবেদনেই তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা করার সুযোগটাই দেয়নি ইয়ামি গৌতম।
310
বলিউডের প্রথমসারির অভিনেত্রী ইয়ামি গৌতম যে এমনটা করতে পারে তা হয়তো ভুল করেও কেউ টের পায়নি। এতটা গোপনীয়তাও যে রাখা যায় সম্পর্কের মধ্যে তা যেন চোখে আঙুল দিনে প্রমাণ করে দিয়েছিলেন ইয়ামি।
410
বলিউডের প্রথমসারির অভিনেত্রী ইয়ামি গৌতম যে এমনটা করতে পারে তা হয়তো ভুল করেও কেউ টের পায়নি। এতটা গোপনীয়তাও যে রাখা যায় সম্পর্কের মধ্যে তা যেন চোখে আঙুল দিনে প্রমাণ করে দিয়েছিলেন ইয়ামি।
510
সম্প্রতি সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, আমাদের বিয়ের কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু সবটা যেন কীভাবে হয়ে গেল যদিও আমরা দুজনে এমনটাই চেয়েছিলাম।উরি-র প্রমোশনের সময় থেকে আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কের ২ বছর পরই বিয়ের কথা ভেবেছিলাম। দুই পরিবারও আমাদের সম্পর্কে খুবই খুশি ছিল। বলা যায় আমাদের চেয়ে বেশি।
610
ইয়ামি বলেন, বাগদান সারার পরিকল্পনাটা আগে ছিল। তারপর বিয়ে। কিন্তু আমার দিদিমা বললেন, এনগেজমেন্ট আমাদের রীতি নয়। বিয়েটা করে নাও। আদিত্যও আমাকে প্রশ্ন করেছিল তুমি কি তৈরি আছো, তাহলে কি আমরা বিয়েটাই সেরে ফেলব।
710
তারপর যে এত কিছু ঘটে যাবে তা নিজেরাও বুঝে উঠতে পারিনি। তবে আমার জীবনটা যে একমুহূর্তে পাল্টে গেছে, তেমনটা নয় কিন্তু। তবে আগের চাইতে অনেক বেশি আনন্দে আছি। জানিয়েছেন ইয়ামি গৌতম।
810
লাল টুকটুকে বেনারসি, গলায় ভারী গয়না, কনের সাজে নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়িকা। নববধূ ইয়ামির থেকে চোখ সড়ানো দায়। আর এবার সত্যিকারের লাল টুকটুকে বধূর বেশে নজর কেড়েছে ইয়ামি। রূপোর রঙের শেরওয়ানিও পাগড়িতে দারুণ লাগছিল আদিত্যকে।
910
বিয়ের পর নিজের নামের পাশে আদিত্যর নামও জুড়ে দিয়েছেন। ইয়ামি এখন ইয়ামি গৌতম ধর। বর্তমানে অনিরুদ্ধ রায়চৌধুরীর লস্ট ছবির শুটিংয়ে কলকাতায় রয়েছেন ইয়ামি গৌতম। এছাড়াও ভূত পুলিশ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।
1010
তবে বিয়ের কয়েকদিনের মধ্যেই ২ রা জুলাই ইডি-র সমন পেয়েছেন সদ্য বিবাহিতা বলি নায়িকা।সূত্রের খবর, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে অভিনেত্রীকে জরুরি তলব করতে চায় কেন্দ্রীয় সংস্থা। ইয়ামির বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ তদন্ত করছে ইডির জোন ২-এর আধিকারিকরা। তবে প্রথমবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার সমন পাঠানো হল অভিনেত্রীকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।